কুমারখালী প্রতিনিধি ॥ ৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টায় শয্যার কয়েকগুণ রোগী চিকিৎসা নিচ্ছে। কিন্তু রোগীর তুলনায় সরকারি বরাদ্দ অনেক কম। এতে প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে স্বাভাবিক চিকিৎসা সেবাকার্যক্রম এবং চরম ভোগান্তিতে পড়েছেন দুস্থ ও অসহায় রোগী ও স্বজনরা। রোগীদের ভোগান্তি কমাতে ও চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রাখতে হাসপাতালটিতে ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৬২ হাজার টাকা ব্যয়ে ৭ প্রকারের ২৬ কার্টুন ওষুধ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৯ মে) বিকেলের হাসপাতাল কর্তৃপক্ষের নিকট ওষুধ হস্তান্তর করেন এমপি আব্দুর রউফ। এসময় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এস এম সাঈদ সাকিব, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় এমপি আব্দুর রউফ বলেন, শয্যা সংখ্যা ও বরাদ্দের তুলনায় রোগীর সংখ্যা বেশি। সেজন্য অসহায় মানুষ যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যে বিভিন্ন প্রকার ওষুধ প্রদান করা হয়েছে। হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীতকরণের কার্যক্রম চলছে।
Leave a Reply