কাগজ প্রতিবেদক ॥ ‘ আমার একটাই বেটা। তাও চলে গেল। কি নিয়ে বাঁচব সোনা? তোমরাই বলে দাও। হে আল্লাহ তুমিই এর বিচার কইরো। ‘ শুক্রবার দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে বিলাপ করতে করতে কথা গুলো বলছিলেন কুমারখালীর বাগুলাট ইউনিয়নের বানিয়াখড়ি গ্রামের বয়োজ্যেষ্ঠ নারী রোকেয়া খাতুন। গত ৪ মে রাতে তাঁর একমাত্র সন্তান রবিউল ইসলামকে সম্পত্তির লোভে ষড়যন্ত্র করে বিষপানে হত্যার অভিযোগ উঠে স্ত্রী, তিন সন্তান ও জামাইয়ের বিরুদ্ধে। রবিউল বাঁশগ্রাম সাব পোষ্ট অফিসের পোষ্ট মাস্টার হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় রোকেয়া খাতুন ৫ মে রবিউলের স্ত্রী মাহফুজা আক্তার রুলি (৪৫), স্ত্রীর বড় বোন বেলী খাতুন ( ৫৫), ছেলে বন্ধন হোসেন (২০), মেয়ে সেতু খাতুন (২৫) ও ঋতু খাতুন (১৫) এবং জামাই মিলন হোসেনের (৩৩) বিরুদ্ধে কুমারখালী থানায় আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অপরাধে মামলা করেন।
মামলায় ঘটনার দিন রাতেই পুলিশ স্ত্রী রুলিকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করলে আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন। অন্যান্য আসামিরা পলাতক রয়েছে। তাঁদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ সম্মেলনে রোকেয়া খাতুন বলেন, প্রায় ৩০ বছর আগে বানিয়াখড়ি গ্রামের মৃত আদিল উদ্দিন শেখের মেয়ে মাহফুজা আক্তার রুলির সাথে বিয়ে দেন তার একমাত্র সন্তান রবিউল ইসলামকে। বিয়ের পর থেকেই রুলি তার সন্তানকে শারীরিক ও মানুষিকভাবে নির্যাতন করত। দাম্পত্য জীবনে তিন সন্তান ও এক জামাই ছিল। সম্পত্তির লোভে প্রায়ই স্ত্রী, সন্তান ও জামাই রবিউলকে নির্যাতন করত।
নির্যাতনের ধারাবাহিকতায় গত ৪ মে রাত আটটার দিকে আসামিরা প্রথমে নিজবাড়ির ছাদে রবিউলকে ব্যাপক মারপিট করে। এবং পরে কীটনাশকপান করায়। বিষপানের পর রবিউলের গোংরানি শুনে তিনি প্রতিবেশীদের সহায়তায় তার ছেলেকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল নিয়ে যান এবং ভর্তি করেন। সেখানে রবিউলের শারীরিক অবস্থার অবনতি হলে ৫ মে সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ছেলের মৃত্যু হয়। তিনি আরো বলেন, সম্পত্তির লোভে ষড়যন্ত্র করে স্ত্রী, সন্তান, জামাইসহ তাদের সহযোগীরা মিলে তার ছেলে রবিউলকে হত্যা করেছে। মৃত্যুর আগে রবিউল তার
Leave a Reply