কুমারখালী প্রতিনিধি ॥ আমি শারীরিক প্রতিবন্ধী মানুষ। মাছ ধরে খাই। শুনিছি শেখ হাসিনার সরকার আমাকে একটা গরু অনুদান দিছে। তাই গরু নিতি আইছি। আগে কখনো পাইনাই, এবারই শেখ হাসিনার অনুদান পাইছি। শনিবার (৪ মে) দুপুরে কুমারখালী উপজেলা পরিষদ চত্বরে কথা গুলো বলছিলেন জেলে মো. আকাল শেখ (৪২)। তিনি উপজেলার কয়া ইউনিয়নের বেড়কালোয়া গ্রামের বাসিন্দা। তিনি সরকারিভাবে একটি অনুদানের গরু পেয়েছেন। “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা” প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প উপায়ে জীবিকা নির্বাহের উপকরণ সহায়তা হিসাবে ১৬ জন জেলের মাঝে ১৬ টি বকনা বাছুর গরু বিতরণ করা হয়েছে। প্রতিটি গুরু ক্রয়ে ব্যয় ধরা হয়েছে ৩০ হাজার টাকা। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাতের সভাপতিত্বে এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। এবিষয়ে চর সাদিপুর ইউনিয়নের ঘোষপুর গ্রামের জেলে সিরাজ প্রামাণিক বলেন, আমরা গরিব মানুষ। শেখ হাসিনার সরকারের সহায়তা হিসেবে একটি বকনা গরু দিছে। এই গরুটি লালন পালন করলে ভবিষ্যতে আরো বাছুর হবে। সেগুলো বিক্রি করে আমরা আর্থিকভাবে লাভবান হবো। জগন্নাথপুর ইউনিয়নের পদ্মা নদী পাড়ের বাসিন্দা জাহাঙ্গীর হোসেন বলেন, সরকারি অর্থায়ণে এর আগে অনেক জেলেকেই গরু দিয়েছিল। এবার আমিও একটি পেয়েছি। খুব খুশি লাগছে। গরু বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কুষ্টিয়া ৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ বলেন, বছরে কয়েকমাস জেলেরা মাছ ধরা থেকে বিরত থাকেন। সেজন্য জেলেদের বিকল্প জীবিকানির্বাহের জন্য বকনা বাছুর করা প্রদান করা হয়েছে। বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে গরু বিতরণ চলমান রয়েছে।
ইবি ভিসির সঙ্গে তুরস্কের ইদগির বিশ্ববিদ্যালয়ের রেক্টরের সাক্ষাৎ
তুরস্কের ইদগির বিশ্ববিদ্যালয়ের রেক্টর প্রফেসর ড. মেহমেত হাক্কি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ভিসি অফিসে শনিবার (৪ মে) বেলা সাড়ে ১১টায় এ সাক্ষাৎকালে রেক্টরের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞান ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. ইব্রাহিম। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, প্রফেসর ড. মোঃ আতিকুর রহমান, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক প্রফেসর ড. মোঃ আবু হেনা মোস্তফা জামাল, ড. মোহাম্মদ নাছির উদ্দীন উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয় দুইটির মধ্যে শিক্ষা ও গবেষণা কার্যক্রম বিনিময়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রসঙ্গত, ইরাসমাস এবং আইসিএম প্রজেক্টের অংশ হিসেবে তুরস্কের ইদগির বিশ্ববিদ্যালয়ের রেক্টর প্রফেসর ড. মেহমেত হাক্কি এবং বিজ্ঞান ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. ইব্রাহিম অন্যান্য কার্যক্রমের পাশাপাশি আগামী ৫, ৬ ও ৭ মে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আয়োজিতব্য তিনটি আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করবেন।
Leave a Reply