1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 3:35 pm

জীবন-জীবিকার সমন্বয় করতেই লকডাউন শিথিলের সিদ্ধান্ত : মাহবুবউল আলম হানিফ এমপি

  • প্রকাশিত সময় Wednesday, July 14, 2021
  • 156 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, ‘জীবন এবং জীবিকার কথা মাথায় রেখে সরকারকে সিদ্ধান্ত নিতে হয়। করোনা সংক্রমণ রোধে লকডাউন প্রয়োজন, আবার শ্রমজীবী মানুষের জীবিকা নির্বাহের কাজ একেবারে বন্ধ করা যায় না। তাই জীবন-জীবিকার সমন্বয় করতে সরকার লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে।’ বুধবার দুপুরে কুষ্টিয়া কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে করোনা ও দুর্যোগে ক্ষতিগ্রস্থ্য প্রায় ৩২ হাজার পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থ, খাদ্য সহায়তা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ^াসের সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ‘সবাইকে শতভাগ স্বাস্থ্যবিধি মানতে হবে। জীবিকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। এই চেতনাবোধ সাধারণ মানুষের মাঝে সৃষ্টি করতে হবে। গ্রামাঞ্চলে, শহরে প্রত্যেকটা জায়গায় সবাই যাতে মাস্ক পরেন সে বিষয়টি নিশ্চিত করতে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘চিকিৎসকসহ সংশ্লিষ্টদের বলা হয়েছে অক্সিজেনের অভাবে কোনও রোগীর যেন মৃত্যু না ঘটে। একজনও যেন বিনা চিকিৎসায় না মারা যায় সেদিকে তৎপর থাকতে হবে। এখানে কী কী সমস্যা আছে সেগুলো চিহ্নিত করে সমাধান করতে হবে। রোগীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে হবে।’ কুষ্টিয়ায় করোনা রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত সরঞ্জামাদি আছে উল্লেখ্য করে হানিফ বলেন, ‘প্রয়োজনের চেয়ে অনেক ক্ষেত্রে বেশি সরঞ্জামাদি আছে। হাসপাতালে সাড়ে ছয়শ’ সিলিন্ডার আছে, ১৪৮টি বেডে সেন্ট্রাল অক্সিজেন লাইন টেনে রাখা হয়েছে। এছাড়া হাই ফ্লো ন্যাজল ক্যানুলাসহ সবকিছুই পর্যাপ্ত রাখা আছে।’ এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে হানিফ বলেন, ‘মির্জা ফখরুল সাহেবরা ক্ষমতায় থাকাকালে সীমাহীন ব্যর্থতা, দুর্নীতি ও অনিয়মের কারণে জনধিকৃত, জনবিচ্ছিন্ন অবস্থায় আছে। তাদের কাছে নীতিবাক্য মানায় না। প্রধানমন্ত্রী বারো বছরে এই দেশটাকে অন্ধকার থেকে আলোয় উদ্ভাসিত করেছেন। উন্নয়ন অগ্রযাত্রার ধারায় নিয়ে এসেছেন। তিনি সারাবিশ্বে প্রশংসিত হচ্ছেন।’ সম্প্রতি করোনা টিকা নিয়ে জিএম কাদেরের বক্তব্যের প্রসঙ্গে হানিফ বলেন, ‘রাজনৈতিক ফায়দা লোটার জন্য এসব বক্তব্য। সরকারবিরোধী বক্তব্য দিলেই জনপ্রিয়তা পাওয়া যায় না। জনপ্রিয়তা পেতে হলে মানুষের কাছে যেতে হয়, কাছে থাকতে হয়। এগুলো রাজনৈতিক স্ট্যান্টবাজি বক্তব্য।’ এ সময় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ, বিএমএর সভাপতি ডাঃ এস এম মুসতানজীদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর পিআইও সাইদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মর্জিনা খাতুন, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ আফিল উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সদর উপজেলা অডিটোরিয়ামে ৮২ পরিবারকে নগদ অর্থ এবং ৪৪ পরিবারকে ৯০ বান্ডিল ঢেউটিন ও নগদ ২,৭০,০০০ টাকা বিতরণ করেন। এর পর পর্যায়ক্রমে বিকেল ৩.৩০ মিনিটে হাটশ হরিপুরে ২৬১৬ পরিবারের মাঝে ৪ লক্ষ ৭৫ হাজার টাকা ও ১৬.৬৬ মে.টন খাদ্যশস্য, বিকেল ৪ টায় বটতৈল ইউনিয়নে ২৫১২ পরিবারের মাঝে ৪ লক্ষ ৭৫ হাজার টাকা ও ১৫.৬২ মে.টন খাদ্যশস্য, আলামপুর ইউনিয়নে ২৩৬৭ পরিবারের মাঝে ৪ লক্ষ ৭৩ হাজার নগদ অর্থ ও ১৪.২১ মে.টন খাদ্যশস্য এবং বিকেল ৫টায় সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের ২৫৬২ পরিবারের মাঝে নগদ ৪ লক্ষ ৭৩ হাজার টাকা ও ১৬.১৬ মে.টন খাদ্যশস্য বিতরন করেন। আজ সদর উপজেলার আইলচারা, পাটিকাবাড়ী, গোস্বামীদূর্গাপুর, মনোহারদিয়া, ঝাউদিয়া, আব্দালপুর, হরিণারায়ণপুর ও উজানগ্রামে মোট ১৭ হাজার ৪৪ পরিবারের মাঝে নগদ অর্থ ৩৭ লক্ষ ৮৪ হাজার টাকা ও ৩৬,৫২৮.২৯ মে. টন খাদ্যশস্য বিতন করবেন বলে জানা গেছে।  এর আগে গতকাল তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন– কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম, পুলিশ সুপার খাইরুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, বিএমএ’র সভাপতি ডা. এস এম মুসতানজীদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640