কাগজ প্রতিবেদক ॥ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি আজ ও কাল দুদিন ব্যাপী সদর উপজেলার ১২টি ইউনিয়নে করোনা ও দুর্যোগে ক্ষতিগ্রস্থ্য অসহায় প্রায় ৩২ হাজার পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থ, খাদ্য সহায়তা প্রদান করবেন।
এ উপলক্ষ্যে আজ বিকেল ৩টায় কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ^াসের সভাপতিত্বে বিতরণপুর্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সসদ্য মাহবুবউল আলম হানিফ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়াম্যীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
কুষ্টিয়া সদর উপজেলা ত্রাণ ও দুর্যোগ বিভাগের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান জানান, সদর উপজেলার ১২টি ইউনিয়নে সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ এমপি নিজে থেকে আজ কুষ্টিয়া সদর উপজেলা অডিটোরিয়ামে ৮২ পরিবারকে নগদ অর্থ এবং ৪৪ পরিবারকে ৯০ বান্ডিল ঢেউটিন ও নগদ ২,৭০,০০০ টাকা, বিকেল ৩.৩০ মিনিটে হাটশ হরিপুরে ২৬১৬ পরিবারের মাঝে ৪ লক্ষ ৭৫ হাজার টাকা ও ১৬.৬৬ মে.টন খাদ্যশস্য, বিকেল ৪ টায় বটতৈল ইউনিয়নে ২৫১২ পরিবারের মাঝে ৪ লক্ষ ৭৫ হাজার টাকা ও ১৫.৬২ মে.টন খাদ্যশস্য, আলামপুর ইউনিয়নে ২৩৬৭ পরিবারের মাঝে ৪ লক্ষ ৭৩ হাজার নগদ অর্থ ও ১৪.২১ মে.টন খাদ্যশস্য এবং বিকেল ৫টায় সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের ২৫৬২ পরিবারের মাঝে নগদ ৪ লক্ষ ৭৩ হাজার টাকা ও ১৬.১৬ মে.টন খাদ্যশস্য বিতরন করবেন বলে জানা গেছে। একই ভাবে কাল বৃহস্পতিবার সদর উপজেলার আইলচারা, পাটিকাবাড়ী, গোস্বামীদূর্গাপুর, মনোহারদিয়া, ঝাউদিয়া, আব্দালপুর, হরিণারায়ণপুর ও উজানগ্রামে মোট ১৭ হাজার ৪৪ পরিবারের মাঝে নগদ অর্থ ৩৭ লক্ষ ৮৪ হাজার টাকা ও ৩৬,৫২৮.২৯ মে. টন খাদ্যশস্য বিতন করবেন। এর আগে তিনি কুষ্টিয়া ২শ ৫০ শর্য্যার হাসপাতালে সকাল ১১ টায় করোনা রোগী ও তাদের চিকিৎসা বিষয়ে খোঁজ খবর নিতে চিকিৎসক, হাসপাতালে কর্মরত নার্স, টেকনিশিয়ানসহ সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করবেন বলে জানা গেছে।
Leave a Reply