ওলি ইসলাম ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা আলহাজ্ব রফিকুল আলম চুনুর ব্যক্তিগত উদ্যোগে মঙ্গলবার মোকারিমপুর, বাহাদুরপুর ও জুনিয়াদহ এই ৩ ইউনিয়নে গরীব অসহায়, দুস্থ ও কর্মহীন হয়ে পড়া কয়েক শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী উপহার প্রদান করা হয়। করোনাকালীন পরিস্থিতিতে পৌর সহ প্রতিটি ইউনিয়নে ২ দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণের অংশ হিসেবে ১ম দিনের কার্যক্রম গতকাল সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত চলে। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোকারিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামীম হোসেন, সাধারণ সম্পাদক উজ্জল হোসেন, জুনিয়াদহ ইউনিয়নে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুর রাজ্জাক রাজা, উক্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শাহেদ আহমেদ শওকত সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং যুবলীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া। এছাড়াও খাদ্য উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক আব্দুল আজিজ।
Leave a Reply