ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা পরিষদের শূন্য হওয়া পদে নির্বাচন করবেন বলে এক বিবৃতি জানিয়েছেন, জাহাঙ্গীর আলম পান্না বিশ্বাস। আওয়ামীলীগ নেতা ভেড়ামারার জাহাঙ্গীর আলম পান্না বিশ্বাস কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য পদে নির্বাচন করবেন বলে সংবাদ মাধ্যমকে অবগত করেছেন। গতকাল শরিবার দুপুরে তিনি তার নিজ বাসভবনে সাংবাদিকদের উপস্থিতিতে একটি প্রেস ব্রিফিংয়ে নির্বাচনে অংশগ্রহণ করবার কথা জানান। তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ রাজনীতির সাথে তিনি দীর্ঘদিন ধরে জড়িত আছেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ৩ সদর আসনের মাননীয় সংসদ সদস্য কুষ্টিয়ার উন্নয়নের রূপকার ভেড়ামারার কৃতি সন্তান জননেতা মাহবুব উল আলম হানিফ এবং বাংলাদেশ আওয়ামী লীগের ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি জননেতা আলহাজ্ব রফিকুল আলম চুনু’র দোয়া এবং সমর্থন প্রত্যাশী করেন তিনি। বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জাহাঙ্গীর আলম পান্না বিশ্বাস জেলা পরিষদের শূন্য হওয়া পদে নির্বাচনে তার অংশগ্রহণের ব্যাপারে সকলের দোয়া সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন, নির্বাচনে বিজয়ী হলে জেলা পরিষদের মাধ্যমে সামাজিক উন্নয়ন অগ্রগতি ও দেশ সেবার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রেখে তিনি তার জনপ্রতিনিধিত্বশীল কর্মসূচি এগিয়ে নেবেন। উল্লেখ্য কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং পরপর দুইবার জেলা পরিষদের সদস্য পদে নির্বাচিত ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল ভেড়ামারা উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এজন্য শূন্য হচ্ছে জেলা পরিষদের ভেড়ামারা অঞ্চলের সদস্য পদ। উক্ত শূন্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাহাঙ্গীর আলম পান্না বিশ্বাস।
Leave a Reply