মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম ৮ মাস দায়িত্ব পালন করে বদলী জনিত কারণে বিদায় নিলেন এবং নব্য উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব বুঝে নিলেন মোছা করিমুন্নেছা। এ বিদায় বরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত আবুল কাশেম জোয়ার্দ্দার এবং কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় বক্তব্য প্রদান করেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম, সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ করিমুন্নেছা। উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের আয়োজনে ০১ এপ্রিল ২০২৪ সোমবার বিকালে উপজেলা মিলনায়তন সভাকক্ষে বিদায় বরণ অনুষ্ঠানের স্মৃতিচারণ করেন কুষ্টিয়া-২ মিরপুর -ভেড়ামারা আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ¦ কামারুল আরেফিন এমপির প্রতিনিধি ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ আনোয়ারুজ্জামান মজনু বিশ^াস, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমিটির উপজেলা সভাপতি ও মালিহাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরাম হোসেন, তালবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, ধুবইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান মামুন, অফিসারদের মধ্যে স্মৃতিচারণ করেন অফির্সাস ক্লাবের সাধারণ সম্পাদক সমাজ সেবা অফিসার জামশেদ আলী, প্রকল্প বান্তবায়ন কর্মকর্তা (পি আই ও) মোঃ সাইদুর রহমান, প্রাণী সম্পদ অফিসার মাহমুদুল হাসান, নির্বাচন অফিসার কবির উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ, প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজুম মনিরা, পল্লী সন্চয় ব্যাংকের ব্যবস্থাপক সোহেল নানা প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সকল অফিসার ও সাংবাদিকবৃন্দ। এ অনুষ্ঠান পূর্বে উপজেলা ভ’মি অফিস থেকে ও উভয়কে ফুলের গালিচা দিয়ে বিদায় বরণ অনুষ্ঠান করেন।
Leave a Reply