মীর ফাহিম ফয়সাল, আলমডাঙ্গা থেকে ॥ গতকাল বৃহস্পতির সন্ধ্যা ৬টায় আলমডাঙ্গা উপজেলার হাউসপুর টু সাতকপাট সংযোগ সড়কে এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়, ইফতারির পূর্ব মূহুর্তে ছোট ভাই শাহীনকে(২বছর ৫মাস) সাথে নিয়ে তার বড় বোন মেছোয়াক কাটার উদ্দেশ্যে রাস্তার পাশের জঙ্গলের কাছে যায়। এ সময় রাস্তার উল্টো পাশে শাহীন তার বাবা বিল্লাল হোসেনকে দেখে দৌড়ে রাস্তা পার হয়ে যাওয়ার সময়, উল্টো দিক থেকে দ্রত গতিতে আসা পাখি ভ্যানে পিষ্ট হয়ে গুরুতর আহত হয়।
ঘাতক পাখি ভ্যান চালক আজেদ আলি ( ৫০)ঘটনার পর দ্রতগতিতে ভ্যান চালিয়ে পালিয়ে যায়। স্হানীয়ভাবে অক্সিজেন দিয়ে শিশু শাহীনকে দ্রত কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শিশু শাহীন ও ভ্যান চালক আজেদ আলি,উভয়ই উপজেলার হাউসপুর গ্রামের বাসিন্দা। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবারে ও এলাকায় শোকে ছায়া নেমে এসেছে।
Leave a Reply