মীর ফাহিম ফয়সাল, আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গায় বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সুশিল কর্মকার ও সুনীল কর্মকারের মাতা পরলোকে গমন করেছেন।
জানাগেছে আলমডাঙ্গা চারতলা মোড়ের স্বর্ণপট্টির বাসিন্দা মৃত সুধীর কুমার কর্মকারের স্ত্রী ও সুনীল ও সুশিল কর্মকারের মাতা গতকাল ভোরে বার্ধক্যজনিত কারণে নিজগৃহে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
আলমডাঙ্গা সাংস্কৃতিক অঙ্গনে অতিপরিচিত মুখ সুনীল কর্মকার ও সুশীল কর্মকার।সংগীত আসরে দুইভায়ের হাতের জাদুতে তবলার সুমধুর আওয়াজ শ্রতাদের মনমোহির করে তোলে। সুনীল কর্মকার ও সুশীল কর্মকারের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, প্রেসক্লাবের পক্ষথেকে শাহ আলম মণ্টু, হামিদুল ইসলাম আজম, প্রশান্ত বিশ্বাস, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের সভাপতি আশরাফুল হক, সাধারণ সম্পাদক আতিক বিশ্বাস,আলমডাঙ্গা কলাকেন্দ্রের পক্ষ থেকে ইকবাল হোসেন, রেবা রানী সাহা,নাগরিক নাট্যাঙ্গনের সাধারণ সম্পাদক অমল কুমার বিশ্বাস, ওস্তাদ রেজাউল করিম, ওস্তাদ কমলকান্তি চক্রবর্তী, শামিম রেজা মোমিন দেওয়ান প্রমুখ।
গতকাল দুপুর ২ টার সময় আলমডাঙ্গা মহাশ্মশান ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।
Leave a Reply