আলমডাঙ্গা অফিস ॥ আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্নাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করা হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে ভোরে ৩১ বার তোপধ্বনি ও শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে উপজেলা পরিষদ চত্বরে সকাল ৮ টায় স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন সূচনা করা হয়। এ সময় বর্ণাঢ্য প্যারেড, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদের প্রতি গভীর শ্রদ্ধা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়নের কর্মসূচীর মধ্য দিয়ে নিয়ে বক্তব্য প্রদান করা হয়।
উপজেলা মঞ্চে মুক্তিযোদ্ধা,শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবধর্না অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, থানা অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাক্তার শারমিন আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহিল কাফি প্রমূখ।
Leave a Reply