ফাহিম ফয়সাল,আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী হয়েছেন মোমিন চৌধুরী ডাবু। তার পিতা প্রয়াত জমিদার রবিউল হক চৌধুরী। তিনি উপজেলার কুমারী ইউনিয়নের কুমারী গ্রামের বাসিন্দা। এছাড়াও তিনি আলমডাঙ্গা পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের ভোটার। কর্মসূত্রে রাজধানী ঢাকাতে তার বিভিন্ন ব্যবসা ও কারখানা রয়েছে। রাজনৈতিক ভাবেও এখনো সক্রিয়। ঢাকা মহানগর (উত্তর) আওয়ামী লীগের দারুস সালাম শাখার যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বপালন করছেন। মোমিন চৌধুরী ডাবুর ৯০ দশকে আলমডাঙ্গা উপজেলা ছাত্র রাজনীতিতে তার ব্যাপক অবদানও রয়েছে। আলমডাঙ্গা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ জানা গেছে, তফসিল ঘোষণা না হলেও ধারনা করা হচ্ছে আগামী মে মাসেই আলমডাঙ্গা উপজেলা পরিষদের নির্বাচন হবার সম্ভবনা রয়েছে। এবারের নির্বাচনকে ঘিরে ব্যাপক উদ্বেগ ও উদ্দীপনা দেখা দিয়েছে রাজনৈতিক মহলে। সরকার ঘোষিত এবারই প্রথম থাকছে না দলীয় প্রতিক। এতে ভাটা পড়েছে রাজনৈতিক অঙ্গণে। আগামিতে আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে জয়যুক্ত হয়ে কে বসছে চেয়ারে এমন গুঞ্জন চলছে সর্ব মহলে। এ নির্বাচন উপলক্ষে সম্ভাব্য প্রার্থীরা তৎপর হয়ে উঠেছেন। মোমিন চৌধুরী ডাবু ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। নিজ উদ্যোগে উপজেলার অসহায় মানুষদের সহায়তা করছেন। আশপাশের মানুষদের বিপদে সহযোগিতা করছেন। এ ছাড়া ডিজিটাল পোস্টারের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রার্থী হওয়ার ইচ্ছার বিষয়টি জানান দিচ্ছেন।
এতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এখন পর্যন্ত সম্ভাব্য কয়েকজন প্রার্থীর মধ্যে স্থানীয় রাজনীতিতে আলোচনায় রয়েছেন মোমিন চৌধুরী ডাবু।
এ ব্যাপারে মোমিন চৌধুরী ডাবু বলেন, রাজনৈতিক ও ব্যবসায়ীক খাতিরে আমি দীর্ঘদিন থেকে এ উপজেলার সাধারণ মানুষের পাশে আছি। আমি যেহেতু উপজেলায় অবস্থান করি, তাই আমার জানা আছে জনগণের বরাদ্দ কীভাবে জনগণের হাতে পৌঁছাতে হয়। তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে সাধারণ মানুষ আমাকে নির্বাচিত করবে এটাই আমার বিশ্বাস। নির্বাচিত হতে পারলে আলমডাঙ্গা একটি স্মার্ট উপজেলায় রূপান্তরিত করার ব্যাপারে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
Leave a Reply