কাগজ প্রতিবেদক ॥ দিনে দিনে কুষ্টিয়া জেলায় করোনায় মৃত্ব্য ও সণাক্তের সংখ্যায় করোনার হট স্পট হয়ে উঠেছে।
কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। জেলায় প্রতিদিনই শনাক্ত ও মৃত্যুতে হচ্ছে নতুন রেকর্ড। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। একদিনে এটিই এখন পর্যন্ত জেলার সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। মৃতদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১৪ জন এবং করোনার লক্ষণ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় সেখানে করোনা ও উপসর্গে ১৭ জনের মৃত্যু হয়েছিল। শুক্রবার সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপ অব্যাহত রয়েছে। ২৫০ বেডের করোনা ডেডিকেটেড এই হাসপাতালটিতে এখন শয্যার চেয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ২৮০ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৮৭ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরও ৯৩ জন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, হাসপাতালে শয্যা না থাকায় এখন রোগীদের মেঝেতে ও করিডোরে রাখতে হচ্ছে। হাসপাতালে এখন করোনা রোগীদের ভিড়ে তিল ধারণের জায়গা নেই। প্রতিদিনই হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা বাড়ছে। রোগীর চাপ যেভাবে বাড়ছে তাতে সেবা প্রদান করা কঠিন হয়ে দাঁড়াবে বলে তিনি মন্তব্য করেন। অপরদিকে চিকিৎসা সেবা নিয়েও নানা জটিলতা তৈরি হয়েছে। নানা বিধও অব্যবস্থাপনার খবর পাওয়া যাচ্ছে। সরজমিনে হাসপাতালের পেইং ওয়ার্ড করোনা ১ নং ওয়ার্ড, সাবেক ১০ নং ওয়ার্ড এখন করোনা ২ নং সাবেক ৮ ও ৬ ওয়ার্ড করোনা ৩ ও ৪ নং ওয়ার্ড ঘুরে দেখা গেছে, বেডের চাইতে বারান্দায় রোগী বেশি। তখন দুপুর ১টা। কোন চিকিৎসকের দেখা পাওয়া যায়নি। নার্সিং রুমে কয়েকজন নার্স ব্যস্ত রয়েছেন। কিছু স্বেচ্ছাসেবকরা টেবিলে বসে মাথা ঝুকে কি যেন লিখছেন, আর কথা বলছেন। এখানে কয়েকজন রোগীর অভিভাবকের সাথে আলাপকালে জানা গেল, কোন চিকিৎসক তেমন একটা আসে না। রোগীর অবস্থা খারাপ হলে ভেতরে নিয়ে গেলে সেখানে কাউকে যেতে দেয়া হয় না। অক্সিজেনের হাইফ্লো ক্যানোলা, পালস অক্সিমিটারসহ করোনা চিকিৎসায় ব্যবহৃত রোগীদের লাগানোয় তেমন কোন অভিজ্ঞ লোক নেই, যারা আছেন তারাও তেমন একটা প্রশিক্ষণপ্রাপ্ত নন। এতে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে বলে তারা জানায়। গতকাল ২৪ জন নিহতের ঘটনায় জেলা জুড়ে আতংক ছড়িয়ে পড়েছে। জরুরী বিভাগ থেকে উপরে উঠতেই দেখা গেল, একজন পুরুষ ও একজন নারী একটি মৃতদেহ ট্রলিতে করে কাঁদতে কাঁদতে নিচে নিয়ে আসছেন। আর বলছেন, আমাদের আব্বাকে কোন বড় ডাক্তার দেখেননি। মহিলাটি বলছেন, চিকিৎসা আর অক্সিজেনের অভাবে আমার শুশুর মারা গেলেন। কেউ দেখার নেই। তবে এ সব বিষয়ে কথা বলতে হাসপাতালের তত্বাবধায়কের সাথে কথা বলতে তার মুঠোফোনে ফোন করলে তিনি রিসিফ করেননি।
এদিকে কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৮৯টি নমুনা পরীক্ষায় নতুন করে ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ৭৯ শতাংশ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৬০ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজারের কিছু বেশি। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩২০ জনের। নতুন করে শনাক্ত হওয়া ১৭৬ উপজেলা অনুযায়ী সণাক্তের সংখ্যা ও ঠিকানা কিছুই পাওয়া যায়নি। এখন পর্যন্ত জেলায় ৭০ হাজার ৬৬৯ জনের নমুনা পরীক্ষার জন্য নেয়া হয়েছে। এর মধ্যে প্রতিবেদন পাওয়া গেছে ৬৬ হাজার ৮৭০ জনের। বাকিরা নমুনা পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন।
Leave a Reply