1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 10:50 pm
শিরোনাম :
কুমারখালীতে চোর সন্দেহে বাড়ি থেকে তুলে এনে দুই কিশোরকে রাতভর নির্যাতন, টাকার বিনিময়ে ছাড় অধ্যাপক শহীদুল ইসলামকে বিএনপির প্রার্থী করার দাবিতে মহাসড়কে বিক্ষোভ, মানববন্ধন দৌলতপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধনে প্রাথমিক শিক্ষকেরা শেষবারের মতো হলেও অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবি চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা একমাত্র ছেলে সায়মুন আরাফাত স্বপ্নিল-এর জন্মদিনে বাবা-মায়ের আবেগঘন শুভেচ্ছা দৌলতপুরের বয়স্কভাতার টাকা যায় বগুড়ায়, মেম্বারের শ্বশুরবাড়ি! মাইকিং করে বিক্ষোভে ক্ষুব্ধ ভাতাভোগীরা একনেক সভায় ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্ণ করলো বাংলাদেশ আওয়ামী লীগকে প্রেস সচিবের হুঁশিয়ারি এটা ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়

৫১১ রানের টার্গেটে তৃতীয় দিনই হারের মুখে বাংলাদেশ

  • প্রকাশিত সময় Sunday, March 24, 2024
  • 69 বার পড়া হয়েছে

ঢাকা অফিস ।।  সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে হারের মুখে ছিটকে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। শ্রীলংকার ছুঁড়ে দেওয়া ৫১১ রানের বিশাল টার্গেটের জবাব দিতে নেমে তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ৪৭ রান করেছে টাইগাররা। ম্যাচ জিততে বাকী দু’দিনে ৫ উইকেট হাতে নিয়ে আরও ৪৬৪ রান করতে হবে বাংলাদেশকে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১১৯ রান করেছিলো শ্রীলংকা। ৫ উইকেট হাতে নিয়ে ২১১ রানে এগিয়েছিলো তারা। অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ২৩ ও বিশ^ ফার্নান্দো ২ রানে অপরাজিত ছিলেন।
আজ তৃতীয় দিনের তৃতীয় ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার খালেদ আহমেদ। ফার্নান্দোকে ৪ রানে থামিয়ে দেন তিনি। ১২৬ রানে ষষ্ঠ উইকেট হারায় শ্রীলংকা। এ অবস্থায় জুটি বাঁধেন প্রথম ইনিংসে শ্রীলংকাকে খাদের কিনারা থেকে টেনে তোলার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। প্রথম ইনিংসে ৫৭ রানে ৫ উইকেট পতনের পর ষষ্ঠ উইকেটে ২৪৫ বলে ২০২ রানের জুটি গড়েছিলেন তারা।
এই ইনিংসেও আবারও জ¦লে উঠেন ধনাঞ্জয়া ও কামিন্দু। হাফ-সেঞ্চুরির পর সেঞ্চুরির জুটিতে প্রথম সেশনেই শ্রীলংকার লিড ৩শ পার করেন দু’জনে। ৬ উইকেটে ২৩৩ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে যায় শ্রীলংকা। ধনাঞ্জয়া ৮৫ ও কামিন্দু ৫০ রানে অপরাজিত থাকেন।
বিরতির পর বাংলাদেশের ফিল্ডারদের ভুলে ৯৪ রানে জীবন পান ধনাঞ্জয়া। মিরাজের বলে ধনাঞ্জয়া গ্লাভস ছুঁড়ে বল জমা পড়ে লিটনের হাতে। কিন্তু সেটি বুঝতে পারেননি লিটন। টিভি রিপ্লেতে দেখা যায়, বল ধনাঞ্জয়ার গ্লাভস স্পর্শ করেছিলো। জীবন পেয়ে টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি তুলে নেন ধনাঞ্জয়া।
সেঞ্চুরির পর শরিফুলের বলে রানার হাতে ক্যাচ দিয়ে দ্বিতীয়বারের মত জীবন পেলেও বেশি দূর যেতে পারেননি ধনাঞ্জয়া। মিরাজের শিকার হন ৯টি চার ও ২টি ছক্কায় ১৭৯ বলে ১০৮ রান করা ধনাঞ্জয়া। প্রথম ইনিংসে ১০২ রান করেছিলেন তিনি। সপ্তম উইকেটে কামিন্দুর সাথে ২৭৩ বলে ১৭৩ রান যোগ করেছিলেন ধনাঞ্জয়া।
দলীয় ২৯৯ রানে ধনাঞ্জয়া ফেরার পর ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে দ্বিতীয় শতকের দেখা পান কামিন্দু। প্রথম ইনিংসের মত এই ইনিংসেও সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে জায়গা করে নেন ধনাঞ্জয়া ও কামিন্দু। তৃতীয়বারের মতো টেস্ট ইতিহাসে একই দলের নির্দিস্ট দুই ব্যাটসম্যান  দুই ইনিংসে সেঞ্চুরি করলেন । সর্বপ্রথম ১৯৭৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার দুই ভাই গ্রেগ চ্যাপেল ও ইয়ান চ্যাপেল।
এরপর ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আবু ধাবিতে দুই ইনিংসেই সেঞ্চুরি করেন পাকিস্তানের আজহার আলি ও মিসবাহ উল হক।
সেঞ্চুরির পর অষ্টম উইকেটে প্রবাথ জয়সুরিয়ার সাথে ৬৭ এবং শেষ ব্যাটার কাসুন রাজিথার সাথে ৫৪ বলে ৫২ রান যোগ করে শ্রীলংকাকে লিডের পাহাড় এনে দেন কামিন্দু। তাইজুলের বলে শেষ ব্যাটার হিসেবে কামিন্দু আউট হলে ৪১৮ রানে শেষ হয় শ্রীলংকার ইনিংস। প্রথম ইনিংসের ৯২ রানের লিডসহ বাংলাদেশকে ৫১১ রানের টার্গেট দেয় শ্রীলংকা। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে ম্যাচ জয়ের রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজের। ২০০৩ সালে সেন্ট জোন্সে ৪১৮ রানের টার্গেট স্পর্শ করে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়েছিলো ক্যারিবীয়রা। তাই এ ম্যাচ জিততে  ওয়েস্ট ইন্ডিজের বিশ^ রেকর্ড মুছে নতুন ইতিহাস গড়তে হবে বাংলাদেশকে।
১৬টি চার ও ৬টি ছক্কায় ২৩৭ বলে ১৬৪ রানের নান্দনিক ইনিংস খেলেন আট নম্বরে নামা কামিন্দু। জয়সুরিয়া করেন ২৫ রান ।
বাংলাদেশের মিরাজ ৭৪ রানে ৪টি, অভিষিক্ত নাহিদ রানা-তাইজুল ২টি করে এবং শরিফুল-খালেদ ১টি করে উইকেট নেন।
৫১১ রানের টার্গেটে খেলতে নেমে শ্রীলংকার পেসারদের তোপের মুখে পড়ে বাংলাদেশ। নবম ওভারে ৩৭ রানে ৫ ব্যাটারকে হারায় টাইগাররা। মাহমুদুল হাসান জয়-শাহাদাত হোসেন ও লিটন দাসকে রানের খাতাই খুলতে দেননি বাঁ-হাতি পেসার বিশ^ ফার্নান্দো।
জাকির হাসানকে ১৯ রানে লাহিরু কুমারা এবং বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ৬ রানে শিকার করেন কাসুন রাজিথা।
দিন শেষে মোমিনুল হক ৭ ও তাইজুল ইসলাম ৬ রানে অপরাজিত আছেন। শ্রীলংকার ফার্নান্দো ৩টি, রাজিথা-কুমারা ১টি করে উইকেট নেন।
স্কোর কার্ড :
শ্রীলংকা প্রথম ইনিংস : ২৮০/১০
বাংলাদেশ প্রথম ইনিংস : ১৮৮/১০
শ্রীলংকা দ্বিতীয় ইনিংস (আগের দিন ১১৯/৫) :
মাদুশকা ক লিটন ব রানা ১০
করুনারতেœ ক রানা ব শরিফুল ৫২
কুসল ক লিটন ব রানা ৩
ম্যাথুজ ক লিটন ব তাইজুল ২২
বিশ্ব ফার্নান্দো ক মিরাজ ব খালেদ ৪
কামিন্দু ক মিরাজ ব তাইজুল ১৬৪
জয়সুরিয়া ব মিরাজ ২৫
কুমারা এলবিডব্লু ব মিরাজ ০
রাজিথা অপরাজিত ৪
অতিরিক্ত (বা-১২, লে বা-৩, নো-১, ও-১০) ২৬
মোট (অলআউট, ১১০.৪ ওভার) ৪১৮
উইকেটের পতন : ১-১৯ (মাদুশকা), ২-৩২ (কুশল), ৩-৬০ (ম্যাথুজ), ৪-৬৪ (চান্ডিমাল), ৫-১১৩ (করুনারতেœ), ৬-১২৬ (ফার্নান্দো), ৭-২৯৯ (ধনঞ্জয়া), ৮-৩৬৬ (জয়সুরিয়া), ৯-৩৬৬ (কুমারা), ১০-৪১৮ (কামিন্দু)।
বাংলাদেশ বোলিং :
শরিফুল : ২১-২-৭৫-১,
খালেদ : ১৮-২-৪৬-১,
রানা : ২০-১-১২৮-২ (ও-২, নো-১),
তাইজুল : ২০.৪-২-৭৫-২,
মিরাজ : ২৯-৮-৭৪-৪,
মোমিনুল : ১-১-০-০,
নাজমুল : ১-০-৫-০।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস :
জয় এলবিডব্লু ব বিশ^ ফার্নান্দো ০
জাকির ক মেন্ডিস ব কুমারা ১৯
নাজমুল ক করুনারতেœ ব রাজিথা ৬
মোমিনুল অপরাজিত ৭
শাহাদাত ক মেন্ডিস ব ফার্নান্দো ০
লিটন দাস ক ম্যাথুজ ব ফার্নান্দো ০
তাইজুল অপরাজিত ৬
অতিরিক্ত (বা-৮, লে বা-১) ৯
মোট (৫ উইকেট, ১৩ ওভার) ৪৭
উইকেটের পতন : ১-০ (জয়), ২-৯ (নাজমুল), ৩-৩৬ (জাকির), ৪-৩৭ (শাহাদাত), ৫-৩৭ (লিটন)।
শ্রীলংকা বোলিং :
বিশ^ ফার্নান্দো : ৭-৩-১৩-৩,
রাজিথা : ৩-০-১৯-১,
কুমারা : ৩-১-৬-১।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640