কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালী প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌরমেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও থানার অফিসার ইনচার্জকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন দপ্তরের কর্তা ব্যক্তিদের সাথে এই শুভেচ্ছা বিনিময় হয়। সম্প্রতি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত কুমারখালী প্রেসক্লাবের ২৭ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন গঠিত হয়। বৃহস্পতিবার প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি লিপু খন্দকার ও সাধারণ সম্পাদক দৈনিক নয়াদিগন্ত সংবাদাতা সোহাগ মাহমুদ খানসহ প্রেসক্লাবের সকল সদস্য উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান, পৌরমেয়র মো. সামছুজ্জামান অরুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাহবুবুল হক, উপজেলা সহকারী কমিশনার মো. আমিরুল আরাফাত, থানার অফিসার ইনচার্জ আকিবুল ইসলামকে ফুলের শুভেচ্ছা বিনিময় ও নির্বাহী কমিটির তালিকা প্রদান করেন।
Leave a Reply