বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ গতকাল সকালে আশা (বেসরকারি সংস্থার) স্বাস্থ্য সেবাকেন্দ্র জামজামি শাখার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এ কার্যক্রমের আয়োজন করা হয় । অসহায়, দুস্থ-বৃদ্ধ নারী পুরুষ ও শিশুদের মধ্যে বিনামূল্য ব্যবস্থাপত্র প্রদান, রক্তচাপ পরিমাপ করা, ব্লাড সুগার পরীক্ষা করা ছাড়াও, প্রাথমিক পর্যায়ে জ্বর, কাশি, ঠান্ডা, বাত ব্যথা ইত্যাদি রোগের ব্যবস্থাপত্র প্রদান করা হয়। জামজামি বাজার সংলগ্ন আশা এনজিও স্বাস্থ্য সেবা কেন্দ্রের ইউনিয়ন শাখা অফিসের এ কার্যক্রম উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলার আশা সংস্থার রিজিওনাল ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ ইমদাদুল হক জামজামি শাখা ব্যবস্থাপক আশা সংস্থা,বিমল চন্দ্র সরকার সিনিয়র সহকারী শাখা ব্যবস্থাপক জামজামি, এছাড়াও উপস্থিত ছিলেন লোন অফিসার মোঃ শহিদুল ইসলাম, মনিরুল ইসলাম, রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, উৎপল কুমার বিশ্বাস, সুজন প্রমুখ। দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের পরিচালনা করেন ডাঃসাব্বির আহমেদ, তার সহযোগিতায় ছিলেন সেবিকা ফারহানা খাতুন, সেবিকা হালিমা খাতুন, সেবিকা মর্জিনা খাতুন ও সেবিকা কলমি খাতুন। ডাঃ সাব্বির আহমেদ জানান সারাদিনে প্রায় শতাধিক রোগী তাদের পরিচালিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পের চিকিৎসা সেবা পেয়েছেন। যেকোনো জাতীয় দিবসে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। দিনশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও তার পরিবারের সকল শহীদদের আত্মার শান্তি , দেশ ও জাতির মঙ্গল কামনায় মাওলানা আল-আমিনের পরিচালনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। ইফতার গ্রহণের পরে এ কার্যক্রম শেষ হয়।
Leave a Reply