বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছেন আলমডাঙ্গা উপজেলা প্রশাসন। গতকাল ১৭ মার্চ, রবিবার সকাল ৯টায় এ উপলক্ষ্যে শোভাযাত্রা বের করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।পুষ্প মাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন,আলমডাঙ্গা থানা, সরকারি কলেজ, মহিলা ডিগ্রী কলেজ,বিদ্যুৎ বিভাগ, মাধ্যমিক বালিকা বিদ্যালয়,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, আলমডাঙ্গা প্রেসক্লাব, সাহিত্য পরিষদ,আলাউদ্দিন পাঠাগারও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। পরে আলমডাঙ্গা উপজেলা পরিষদ মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ আইয়ুব হোসেন। তিনি বলেন, বঙ্গবন্ধু থেকে জাতির জনক। জাতির জনক হয়ে ওঠার পেছনেও রয়েছে হাজারো ত্যাগ-তিতিক্ষার গল্প। এই দিনে যার জন্মের মধ্য দিয়ে যেন এসেছিল শোষিত বাঙালি জাতির মুক্তির বার্তা। আমরা স্বাধীনতা পেয়েছি, বঙ্গবন্ধুর হাত ধরে।’ তিনি তার বক্তব্যে আরো বলেন শিশু দিবসে চিত্রাঙ্কন, বক্তব্য ও রচনা প্রতিযোগিতা করা হচ্ছে যাতে চিত্রাঙ্কনের মাধ্যমে আজকের শিশুরা জানতে পারবে বঙ্গবন্ধু শিশুকালে কেমন ছিলেন, বক্তব্য ও রচনার মাধ্যমে জানতে পারবে কেন আমরা উর্দুতে কথা না বলে বাংলায় কথা বলি, কেন আমরা বাংলাদেশ ও বাঙালি হিসেবে পরিচয় দিতে পারি এবং কেন আজকের দিনটিকে শিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। আমরা যদি একাডেমিক পড়াশোনার পাশাপাশি দেশের ইতিহাস সম্পর্কেও পড়াশোনা করি তবে ইতিহাস সম্পর্কে জানতে পারব মেধা ও জ্ঞানসমৃদ্ধ হবে, দেশ ও জাতি সম্পর্কে জানতে পারবে। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর সভার মেয়র হাসান কাদির গনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খন্দকার সালমুন আহমেদ ডন,থানা অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহিল কাফি, কৃষি অফিসার রেহানা পারভীন, মুক্তিযোদ্ধা সংসদের কান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস একাত্তরের অগ্নি সেনা বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন পারভেজ।কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক,প্রেসক্লাবের সাধারন সম্পাদক হামিদুল ইসলাম আজম,উপজেলা প্রকৌশলী তাহহীদ, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা,উপজেলা ইন্সটেক্টর জামাল হোসেন,তথ্য কর্মকর্তা স্নিধা দাস, ফায়ার সার্ভিস কর্মকর্তা আল মামুন,সহকারি অধ্যাপক হুমায়ুন আহমেদ,প্রভাসক গোলাম সরোয়ার,সরকারি স্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলাম,সরকারি মডেল স্কুলের প্রধান শিক্ষক হারেজ উদ্দিন,প্রধান শিক্ষক মনিরুজ্জামান,বীর মুক্তিযোদ্ধা দিদার আলী , উপজেলা সহকারী কমিউনিটি মেডিকেল ডাক্তার মনজুরুল ইসলাম বেলু।এর আগে শিশু-কিশোরদের নিয়ে শিশু সমাবেশ ও আনন্দ র্যালি বের করা হয়।সবশেষে আলমডাঙ্গা কলাকেন্দ্র মনঞ্জ সংগীত পরিবেশন করেন।
Leave a Reply