কাগজ প্রতিবেদক ॥ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বাংলাদেশের ইতিহাস দেখলেই জানা যায়, ঈদ, রমজান আসলেই এ দেশের এক শ্রেনীর ব্যবসায়ীরা অতিমুনাফার লোভে বাজারকে অস্থিতিশীল করে তোলে। হানিফ বলেন, দ্রব্যমুল্য নিয়ন্ত্রণের জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের এ প্রচেষ্টা অব্যাহত থাকলে দ্রব্যমুল্য একটা সহনীয় পর্যায়ে আসবে।
আজ দুপুরে কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার রায়টা পদ্মার চর এলাকায় সম্প্রতি ৯০ হাজার হেক্টর জমিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্য পানচাষীদের মাঝে নগদ টাকাসহ ত্রাণ সামগ্রী বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
বাজার নিয়ন্ত্রণ না করে বিএনপি নেতা কর্মিদের গ্রেফতার করা হচ্ছে বিএনপির এমন মন্তব্যের প্রেক্ষিতে হানিফ বলেন, ২৮ অক্টোবর বিএনপি যে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছিল সে ঘটনার সাথে যারা জড়িত তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে। এখন দেশে এমন কোন ঘটনা ঘটেনি যার ফলে বিএনপি নেতা কর্মিদের আবার গ্রেফতার করা হচ্ছে। তিনি বলেন, রাজনীতি আর সন্ত্রাস এক না। এটা তাদের ঢালাও মিথ্যাচার।
এ সময় কুষ্টিয়া-মিরপুর-ভেড়ামারা আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু, আওয়ামীলীগের সভাপতি রফিকুল আলম চুন্নু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, জেলা পরিষদের সদস্য মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি শেষে ক্ষতিগ্রস্থ্য ৫শ কৃষকের মাঝে নগদ টাকা, চালসহ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় এলাকাবাসী, সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply