1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 9:55 pm
শিরোনাম :
কুষ্টিয়ার নতুন ডিসি ইকবাল হোসেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হবিগঞ্জে কুষ্টিয়ার পদ্মার চরে তিন জেলার যৌথ বাহিনীর সাঁড়াশী অভিযান দৌলতপুরে ক্লিনিক মালিক সমিতির উদ্যোগে অপারেশনমূল্য নির্ধারণ মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলমডাঙ্গায় ছাত্রদলের আলোচনা সভা কিশোরকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল ছিনতাই, থানায় অভিযোগ মেছো বিড়াল সংরক্ষণে জীবননগরে ‘ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ’-এর জনসচেতনতা মূলক প্রচারণা কুষ্টিয়ায় চলতি বছরে সাপের কামড়ে ৮ জনের মৃত্ব্য সিরিজে লিড নিল নিউজিল্যান্ড নভেম্বরের ৮ দিনে রেমিট্যান্স এলো ৯১৯৮ হাজার কোটি টাকা মির্জা ফখরুল দেশের সব সংকট নাটক, মানুষ আসলে ভোট দিতে চায়

কুষ্টিয়ার মিরপুর আটিগ্রামে বিশ^াসবাড়ি এতিমখানা ও লিল্লøাহ বোডিং’এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

  • প্রকাশিত সময় Saturday, March 16, 2024
  • 68 বার পড়া হয়েছে

মিরপুর প্রতিনিধি ॥  জেনারেল শিক্ষার পাশাপাশি  আমাদের সন্তানকে মাদরাসায় কোরআন ও হাদিস শিক্ষা বাধ্যতা মূলক করতে হবে এ দায়িত্ব আমার আপনার সকলের। ১৫ মার্চ ২০২৪ শুক্রবার বাদ আছর থেকে ইফতার পূর্ব আলোচনা সভা বিশ^াসবাড়ি এতিমখানা ও লিল্লøাহ বোডিং’ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।  উক্ত দোয়া মাহফিলের সভাপতিত্বে করেন বিশ^াসবাড়ি এতিমখানা ও লিল্লøাহ বোডিং’ এর পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মোছাম্মদ জুবাইতুন নেতা। মতিয়ার-মদিনা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সার্বিক তত্ববধায়নে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব এলাকার কৃতি সন্তান- বিশ^াস বাড়ির রতœ এ কে এম টিপু সুলতান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ। বিশেষ আমন্ত্রীত অতিথি ছিলেন দিশা সংস্থান নির্বাহী পরিচালক ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ¦ রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ছাতিয়ান কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদ, আটিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খিলাফত আলী। বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য ও বিশিষ্ট জনেরা। স্বাগত বক্তব্য প্রদান করেন ছাতিয়ান  ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান কবির হোসেন বিশ^াস। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় হাম- নাত ও ইসলামী সঙ্গীত পবিবেশন করে  লিল্লাহ বোডিং এর কৃতি শিক্ষার্থীদের সাটিফিকেটসহ পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাটিকাবাড়ি খানকায়ে শরীফের পীর  হযরত আঃ ছাত্তার সাহেব। ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথি এ কে এম টিপু সুলতান বলেন সমাজের অবহেলিত সন্তানদের একত্রে করে সুশিক্ষায় শিক্ষিত  কওে গড়ে তুলতে  হবে। তাদের ভরন পোষনের দায়িত্ব আমাদের। তবে আপনাদের ও সহযোগীতা করতে হবে। কারন এখানে একটি  মসজিদ ও নিমাণাধিন রয়েছে। আগত শিক্ষার্থী ও এতিম খানায় থেকে দেখবেন- এক সময় দেশ সেরা আালেম ওলামা-মশায়েকের জন্ম হয়েছে।  এ সমজের ঝড়ে পড়া শিশুদের ও লিল্লাহ বোডিং এ ভর্ত্তি করাবেন, তাদের সব দাায়িত্ব আমাদের এই প্রতিষ্টান বহন করবে। প্রধান অতিথি এ কে এম টিপু সুলতান আরো বলেন জেনারেল শিক্ষার পাশাপাশি  আমাদের সন্তানকে মাদরাসায় কোরআন ও হাদিস শিক্ষা বাধ্যতা মূলক করতে হবে, কারন বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ  গঠন করেছে, সকল স্তরে আধুনিকতায় ছোঁয়ার আমাদের সন্তানকে সু-শিক্ষার শিক্ষিত করে– দেশ সেবার কাজে আতœ নিয়োগ করাতে হবে। মনে রাখবেন মাদরাসায় ও অধিক নৈতিক শিক্ষার সুব্যবস্থা করেছেন আমাদের মাননীয প্রধান মন্ত্রী শেখ হাসিনা এমপি মহোদয়। মাননীয প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা  সকল শিক্ষার প্রসাবে কর্মমুখী শিক্ষা অর্জনে ও বাধ্যতা মুলল করেছেন। শিক্ষার্থীদের  নিজেদের আতœ নির্ভশীল হওয়ার জন্য সকল ব্যবস্থা গ্রহন করেছেন,- সেই সাথে মাদরাসা শিক্ষাকে ও অধিক গুরুত্ব দিয়েছেন বলেই শহর থেকে পাড়া গাঁয়েও  সকল শিক্ষার পাশাপাশি মাদরাসা শিক্ষার প্রসার  বৃদ্ধি পেয়েচে। তবে হা- এখন চলছে পবিত্র রমজান মাস-অধিক ছোঁয়ার অর্জনের মাস, আল্লাহর নৈকষ্ঠ অর্জনে এবং গুণাহ মাপের মক্ষক সুযোগ, তাই আপনারা বেশি করে দান সাদকা করবেন এবং সকল সময়ী-ই- বিনয়ী হতে হবে। মনে রাখবেন কারো উপকার করতে না পারলেও ক্ষতি করার মানুষিকতা থেকে দুরে সরে আসবেন। দেখবেন মানুষ ও ভালবাসবে আল্লাহর ও ভালবাসবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640