কুমারখালী প্রতিনিধি ॥ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার এক অংশ বাংলাদেশের জেলা ও উপজেলায় মডেল মসজিদ নির্মাণ। তবে কুমারখালী উপজেলায় মডেল মসজিদ না নির্মাণ হওয়ায় মানুষের মাঝে হতাশা দেখা দিয়েছিল। সেই দীর্ঘদিনের আশার বাতি জ্বালিয়ে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ এমপি তার ফেসবুক প্রোফাইলে ১৩ মার্চ পোষ্টের মাধ্যমে জানান খুব শীঘ্রই কুমারখালী উপজেলা মডেল মসজিদ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হবে। এ বিষয়ে মুঠো ফোনে তার সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমি কুমারখালী উপজেলা মডেল মসজিদ নির্মাণের বিষয়ে মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলি। এই যে বিষয়ে আশ্বস্ত হয়েছি খুব শীঘ্রই কুমারখালীতে মডেল মসজিদ নির্মাণ কাজে উদ্বোধন করা হবে।
Leave a Reply