ওলি ইসলাম ॥ কুষ্টিয়ার ভেড়ামারা বাহাদুরপুর ইউনিয়নের পান বরজে স্মরণকালের ভয়াবহ অগ্নিকান্ডে অর্থনৈতিকভাবে নিঃস্ব হয়েছেন হাজারো কৃষক। জীবিকা নির্বাহের একমাত্র সম্বল হারিয়ে ও ঋণের বোঝা নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন তারা। ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত ১২০০ পান চাষির তালিকা তৈরি করা হয়েছে। ক্ষতিগ্রস্থ্যদের এ তালিকা ক্রমবর্ধমানরূপে বাড়তেই আছে। গত রবিবার ১০ মার্চ ভেড়ামরা উপজেলায় বাহাদুরপুর ইউনিয়নের ছয়টি গ্রামে কয়েক হাজার বিঘা পানের বরজ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। গতকাল ১১ই মার্চ সোমবার সরেজমিনে বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলে তাদের দুঃখ দুর্দশার বিভিন্ন চিত্র উঠে আসে। অন্য আরেকজন পান চাষী পরিবার,নান্টু ও রেখা স্বামী স্ত্রী মিলে গড় তুলেছিলেন ১০০ পিলি পানের বরজ। তারা জানান, “মানুষের বাড়িতে কামলা খাটা ছাড়া তাদের আর কোন উপায় নেই। কিভাবে কিস্তির টাকা মেটাবে! কিভাবে ছেলে মেয়ে নিয়ে দিন পার করবে! হতাশা তাদেরকে যেন ঘিরে ফেলেছে। ” বাহাদুরপুর ইউনিয়নের স্থানীয় চেয়ারম্যান সোহেল রানা পবন বলেন,”এখন পর্যন্ত আমরা ক্ষতিগ্রস্থ্য ১২০০ পান চাষির তালিকা করতে পেরেছি। সরকারের কাছে সাহায্য প্রার্থনা করি। ” উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু বলেছেন,এখন পর্যন্ত ১২০০ ক্ষতিগ্রস্থ্য পান চাষীর তালিকা পেয়েছি। এটা আরো বৃদ্ধি পাবে। তালিকা সম্পন্ন হলে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।”
Leave a Reply