1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 8:04 pm

ভেড়ামারা উন্নয়ন ও গণমানুষের সেবায় সর্বোচ্চ সহযোগিতা করা হবে ঃ মাহবুবউল আলম হানিফ এমপি

  • প্রকাশিত সময় Sunday, March 10, 2024
  • 202 বার পড়া হয়েছে

ওলি ইসলাম ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় উন্নয়ন ও গণমানুষের সেবায় নবনির্বাচিত এমপি কামারুল আরেফিন কে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। গতকাল রবিবার বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগ আয়োজিত ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে ভেড়ামারা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কুষ্টিয়া -৩ আসনের সংসদ সদস্য কুষ্টিয়ার উন্নয়নের রূপকার জননেতা মাহবুব উল আলম হানিফ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি তার বক্তব্যে আরও বলেন, ভেড়ামারার সন্তান হিসেবে আমি সবসময় আন্তরিকতার সাথে এলাকাবাসীর মঙ্গল কামনা করি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছোট ভাই কামারুল আরেফিন এলাকাবাসীর ভোটে এমপি নির্বাচিত হয়েছে। গণমানুষের সেবায় সে নিবেদিতপ্রাণ একজন ব্যক্তিত্ব। মাহবুবউল আলম হানিফ তার বক্তব্যে সমাবেশ আয়োজনের দিনে প্রত্যন্ত রায়টা অঞ্চলে পানের বরজে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য সমবেদনা জানান। সেই সাথে নেতৃবৃন্দসহ অগ্নিকাণ্ড স্থলে যাবেন মর্মে সমাবেশকে অবহিত করেন।

তিনি তার বক্তব্যে ভেড়ামারার মাটি ও মানুষের কল্যাণে যে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন হবে সেই পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়ে পরবর্তী ৫ বছরের উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় এমপির আশির্বাদ ও কল্যানে অবশ্যই এখানে কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া লাগতে শুরু করেছে। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, কুষ্টিয়া-২ আসনের এমপি কামারুল আরেফিন  ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম, ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, ভেড়ামারা উপজেলা যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামীম, সহ-সভাপতি আহাদুজ্জামান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সোলায়মান প্রমূখ।

ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা উক্ত সমাবেশে সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640