বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে ৮ মার্চ আন্তর্জাতিক নরী দিবস পালিত হয়েছে। গতকাল ৮ মার্চ বিকেল ৩ টার সময় উপজেলা চত্তর থেকে একটির্ ালী প্রদক্ষিন শেষে হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। প্রধান অতিথি বলেন, ঘরে বাইরে সব জায়গায় অবাধে নিরাপদে ভালো থাকুক সকল নারী। বাবার স্নেহে, স্বামীর সোহাগে, ভাইয়ের মমতায়, সন্তানদের শ্রদ্ধা সম্মানে, সহকর্মীদের সহানুভূতিতে, বন্ধুর গভীর ভালোবাসা বন্ধুত্বতে নারীরা থাকুন সদা হাস্যে আনন্দে স্বস্তিতে, পর্যায়ক্রমে সকল পুরুষরাই তো নারী কে সব সময় পাশে থেকে সহযোগীতা উৎসাহ প্রেরনা ভালোবাসা দিয়েই তো নারীর পথ চলাকে করেছেন সহজসাধ্য ।তেমনি নারীর প্রেরনা একজন পুরুষের চলার পথকে সুগম করে। নারীরা বিচরণ করছেন সর্বস্তরে স্ব স্ব মহিমায় এটা যেমন খুব সত্য তেমন এও সত্য প্রতিটি নারীর সফলতার পিছনে কোন না কোন উদারমনা পুরুষ মানুষ অবশ্যই থাকেন তা স্বীকার করতেই হয় ! তবে এর সংখ্যা আশানুরূপ নয় বলেই হয়তো সমাজে বেশীর ভাগ নারীরা বিভিন্ন ভাবে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছেন যা খুবই হতাশাজনক ও মর্মান্তিক ! এতে নারীদেরও অবশ্যই কিছু কিছু ভুল থাকে যা শুনতে অপ্রিয় হলেও এটা খুব সত্য। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সালমুন আহমেদ ডন,মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফি, ইসট্রাক্টর জামাল হোসেন। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু,সাধারন সম্পাদক হামিদুল ইসলাম আজম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ বশিরুল আলম, শান্তনা খাতুন, রোকনুজ্জামান, উম্মে পারভীন, শারমিন খাতুন, কাজী নাফিসা, চম্মা খাতুন,শ্যামলী সরকার,মাইশা আক্তার,প্রিয়াঙ্কা,আফরোজা আক্তার রুমা,এ্যানি খাতুন,রিতা পারভীন,ফিল্ড সুপারভাইজার সোয়েব আহমেদ,দেলোয়ারহোসেন প্রমুখ।
Leave a Reply