1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 7:10 pm

ওয়েলিংটন টেস্ট: লিঁওর ঘূর্ণিতে কুপোকাত নিউজিল্যান্ড

  • প্রকাশিত সময় Sunday, March 3, 2024
  • 63 বার পড়া হয়েছে

ঢাকা অফিস ।।  অফ-স্পিনার নাথান লিঁওর ঘূর্ণিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুন জয় দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করলো সফরকারী অস্ট্রেলিয়া ক্রিকেট দল । চতুর্থ দিনেই সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়া ১৭২ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ডকে। ৩৬৯ রানের টার্গেটে লিঁওর বোলিং নৈপুন্যে ১৯৬ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ৪৩ রানে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৬৫ রানে ৬ উইকেট নেন লিঁও।
ওয়েলিংটন টেস্টে ৩৬৯ রানের টার্গেটে তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ১১১ রান করেছিলো নিউজিল্যান্ড। ৭ উইকেট হাতে নিয়ে আরও ২৫৮ রান দরকার ছিলো কিউইদের। রাচিন রবীন্দ্র ৫৬ ও ড্যারিল মিচেল ১২ রানে অপরাজিত ছিলেন।
আজ, চতুর্থ দিনের সপ্তম ওভারে নিউজিল্যান্ড শিবিরে জোড়া আঘাত হানেন আগের দিন ২ উইকেট নেওয়া লিঁও। রবীন্দ্রকে ৫৯ এবং উইকেটরক্ষক টম ব্লান্ডেলকে খালি হাতে সাজঘরে ফেরত পাঠান লিঁও। পরের ওভারে গ্লেন ফিলিপসকে ১ রানে শিকার করে টেস্ট ক্যারিয়ারে ২৪তম বারের মত ইনিংসে ৫ উইকেট পূর্ণ করেন ডান-হাতি স্পিনার। শ্রীলংকার মুত্তিয়া মুরালিধরন ও অস্ট্রেলিয়ার শেন ওয়ার্নের পর তৃতীয় বোলার হিসেবে নয় দেশের বিপক্ষে প্রতিপক্ষের মাটিতে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন লিঁও।
১২৮ রানে ৬ উইকেট হারিয়ে হারের মুখে ছিটকে পড়ে নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত ১৯৬ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ১৭৯ রান করেছিলো কিউইরা। গত ২৫ বছরের মধ্যে ঘরের মাঠে এই নিয়ে দ্বিতীয়বার কোন টেস্টের দুই ইনিংসে ২শর নীচে গুটিয়ে গেল নিউজিল্যান্ড।
২৭ ওভার বল করে ৬৫ রানে ৬ উইকেট শিকার করে  নিউজিল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়ার পক্ষে ইনিংসে সেরা বোলিং ফিগার দাঁড় করান লিঁও।  প্রথম ইনিংসে ৪ উইকেটসহ  ক্যারিয়ারে ১২৮ টেস্টে ২৪তমবারের মত ম্যাচে ১০ উইকেট নিলেন তিনি। ২০০৬ সালের পর নিউজিল্যান্ডের মাটিতে স্পিনার হিসেবে ম্যাচে ১০ উইকেট শিকার করলেন লিঁও। সর্বশেষ দুই সাবেক স্পিনার নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি ও মুরালিধরন ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন।
প্রথম ইনিংসে ১৭৪ ও দ্বিতীয় ইনিংসে ৩৪ রানের পাশাপাশি বোলিংয়ে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার ক্যামেরুন গ্রিন।
অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ায় ভারতের কাছে টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থান হারালো নিউজিল্যান্ড। ৫ ম্যাচে ৬০ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে নেমে গেল কিউইরা। ১১ ম্যাচে ৫৯ দশমিক ০৯ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানেই থাকলো বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ৮ ম্যাচে ৬৪ দশমিক ৫৯ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠলো ভারত।
আগামী ৮ মার্চ থেকে ক্রাইস্টচার্চে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640