বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় চিকিৎসক এবং নার্স ছাড়াই হাসপাতাল চালানোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ফিরোজ ক্লিনিক নামের একটি প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একই অভিযোগে আল–মদিনা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও জীবননগরে নিয়ম না মেনে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার অপরাধে ভোক্তা অধিকার আইনে তিনটি ডায়াগনস্টিক সেন্টার মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদফতর। এছাড়া তদারকিতে লাইফ কেয়ার থেরাপী এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামের একটি প্রতিষ্ঠানকে বন্ধ করে দেয়া হয়েছে। জীবননগর পৌর এলাকায় এ তদারকি করেন, ভোক্তা অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সজল আহম্মেদ জানান, জীবননগর উপজেলা শহরে নিয়ম না মেনে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনাসহ নানা অনিয়ম প্রমাণিত হওয়ায় জীবননগর শহরের হাসপাতাল এলাকার অংকন ডায়াগনস্টিক সেন্টারেতদারকি করা হয়। এসময় নির্দিষ্ট নিয়ম না মেনে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করায় অংকন ডায়াগনস্টিক এন্ড মেডিকেল সেন্টারের মালিক আসাদুজ্জামান রিপনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৫৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আল হেরা ডায়াগনস্টিক সেন্টারের মেয়াদোত্তীর্ণ টেস্ট কিট ও অন্যান্য মেডিসিন পাওয়া যায়। ল্যাবের ফ্রিজে কাচা মাংস রাখা, বিভিন্ন টেস্টের জন্য নির্ধারিত টেকনিশিয়ান ব্যতিত টেস্ট করার প্রমাণ ও পাওয়া যায়। এসময় মেসার্স আল হেরা ডায়াগনস্টিক সেন্টারের মালিক নুর“ল আমিনকে ৩০ হাজার টাকা এবং মেসার্স লাইফ কেয়ার ডক্টর’স চেম্বার এন্ড ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন ব্যতীত ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করা ও সেবার মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৪৫ ধারায় মেসার্স লাইফ কেয়ার ডক্টর’স চেম্বারের মালিক রোকিনুজ্জামান তাছিরকে ১০হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে উক্ত প্রতিষ্ঠানটিকে এক সপ্তাহের জন্য বন্ধের নির্দেশ দেয়া হয়। এ তদারকিতে সহযেগিতা করেন,আলমডাঙ্গা উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ হাদী জিয়াউদ্দিন আহমেদ সাঈদ এবং জীবননগর উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোস্তাফিজুর রহামন, স্যানিটারি ইন্সপেক্টর আনিছুর রহমান।
Leave a Reply