ওলি ইসলাম। কুষ্টিয়া-২(মিরপুর-ভেড়ামারা) আসনের নব নির্বাচিত এমপি কামারুল আরেফিন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছন। সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি জনতার মাঝে তার মোবাইল নাম্বার ওপেন করে। গতকাল মঙ্গলবার ১৯ ফেব্রুয়ারি সোমবার সন্ধা সাড়ে ৭টায় ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া গোহাট সংলগ্ন মাঠে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ধরমপুর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, আমি এই ৫ বছরে ধরমপুর ইউনিয়নের দুটো স্কুলের বহুতল ভবন করে দেব। ধরমপুরের আশেপাশে যত রাস্তা আছে সব পাকা করে দেবো। ভেড়ামারাবাসির উন্নয়নের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এক্ষেত্রে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম চুনুর সহযোগিতা কামনা করেছেন। ধরমপুর ইউনিয়নের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান শামসুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম ছানা, ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামীম, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সোলাইমান হোসেন কাউন্সিলর। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক বিশিষ্ট সমাজসেবক আব্দুল আজিজ সহ ভেড়ামারা থানা ও ধরমপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Leave a Reply