কাগজ প্রতিবেদক ॥ মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠন পৃথক পৃথক ভাবে ফুলেল শুভেচ্ছা জানান।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রের পক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজার নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তাগণ একুশের বেদীতে শহিদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এর পর কুষ্টিয়া পুলিশ সুপার মোঃ এ এইচ এম আব্দুর রকিবের নেতৃত্বে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এর পর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপির পক্ষ থেকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতার নেতৃত্বে একুশের বেদীতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের উদ্যোগে শহিদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা রেখে পুষ্পাঞ্জলী অর্পণ করা হয়। রাত সাড়ে ১১টায় জেলা প্রেসক্লাব চত্বর থেকে ক্লাবের সভাপতি তারিকুল হক তারিক ও সাধারণ সম্পাদক নুর আলম দুলালের নেতৃত্বে র্যালী করে কালেক্টরেট চত্বরে কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে এসে শেষ হয়। এর পর সভাপতি, সাধারণ সম্পাদকসহ ক্লাবের সকল সদস্যদের পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে পুষ্পার্ঘ অর্পণ করা হয় । এ সময় ক্লাবের সিনিয়র-সহসভাপতি মজিবুল শেখ, হাসান আলী, কোষাধ্যক্ষ এনামুল হক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাজু আহমেদসহ প্রমুখ উপস্থিত ছিলেন। এর পর শহিদদের আত্মার প্রতি শ্রদ্ধা রেখে ১ মিনিট নিরবতা পালন ও শেষে সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় ।
Leave a Reply