মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলায় ঘাসের মাঠ থেকে আজিবর (৫২) নামে ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মিরপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ জানান, সোমবার সকালে স্থানীয়রা উপজেলার আমলা ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড অঞ্জনগাছি জর্দারপাড়া মাঠের মাঝে ঘাসের ভেতরে এক ব্যক্তির মোড়া দেওয়া মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুষ্টিয়া ২শ ৫০ শর্য্যার হাসপাতালের মর্গে প্রেরণ করে। পুলিশ বলছে, পরে খবর জানা যায়, তার নাম আজিবর বাড়ী মিরপুর উপজেলার আমলায়। এটা কি কোন হত্যাকাণ্ড না অন্য কিছু এটা এখনো বোঝা যাচ্ছে না। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তদন্তের মাধ্যমে জানা যাবে। এ ব্যাপারে কুষ্টিয়া মিরপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
Leave a Reply