কুমারখালী প্রতিনিধি ॥ কুমারখালীতে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে স্থানীয় তেবাড়িয়া সেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহববুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মান্নান খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা পারভীন, আওয়ামী লীগ নেতা জাকারিয়া খান জেমস, আশাদুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে ৫৩টি ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এর আগে সকাল সাড়ে ৯ টায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুল হক। এ প্রতিযোগিতায় সহকারী উপজেলা শিক্ষা অফিসার, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply