বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সৈনিক কল্যাণ সংস্থার ত্রি-বার্ষিক নির্বাচন উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কল্যাণ সংস্থার নিজ কার্যালয়, আলমডাঙ্গা সাদা ব্রিজ মোড়ে(কুষ্টিয়া বাস ষ্ট্যান্ডে) গতকাল ১৭ ফেব্রুয়ারি শনিবার সকাল নয়টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভোট গ্রহণ শেষ হয়। ভোট গণণা শেষে দুপুর দুইটার সময় বিজয়ীদের নাম ঘোষণা করেন,রিটার্নিং কর্মকর্তা কমান্ডার এম শহীদুর রহমান। বিজয়ীরা হলেনঃ- সভাপতি-সিনিঃ ওয়াঃ অফিসার মোঃ রমজান আলী, সহ-সভাপতি-সার্জেন্ট মোঃ তাইজুল হক সাধারণ সম্পাদক- সার্জেন্ট হাফিজুর রহমান, সহ-সাধাঃ সম্পাঃ- সার্জেন্ট তোফাজ্জেল হোসেন সাংগঠনিক সম্পাঃ-ল্যাঃ কর্পোঃ আলমগীর হোসেন কোষাধ্যক্ষ – তানভীর রেজা এবং কার্যকারী সদস্য হলেন:-সার্জেন্ট নুর ইসলাম, সার্জেন্ট নাজিম, সার্জেন্ট আনিচ,কর্পোঃ ফজলু ও কর্পোঃ রফিকুল ইসলাম। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে ছিলেন,বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার এম শহীদুর রহমান,এবং সহকারী রিটার্নিং হিসেবে ছিলেন,সিনিঃ ওয়াঃ অফিঃ শাহাদাত হোসেন, সার্জেন্ট আবুল হোসেন ও সৈনিক মাসুদ আলম।
Leave a Reply