বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গার কবি,শিক্ষক, সাহিত্যিক ও বিশিষ্ট সমাজ সেবক আশরাফ জাহান আবেদের ৪৮ তম জন্মদিন আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারী বেলা ১১ টার সময় আলমডাঙ্গা তন্তবায় সমবায় সমিতির পিছনের সেডে উক্ত জন্মদিন পালিত হয়। জন্মদিনে আশরাফ জাহানকে নিয়ে স্বরচিত কবিতা লিখে আবৃতি করেন গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সেক্রেটারি কবি হাবিবুর রহমান মজুমদার, সদস্য ও কবি এম সিদ্দিকুর রহমান,সাহিত্য পরিষদের সদস্য কবি আব্দুল খালেক,কবি গোলাম রহমান। শুভেচ্ছা ও উপহার তুলে দেন প্রেসক্লাব ও সাহিত্য পরিষদের সেক্রেটারি কবি হামিদুল ইসলাম আজম, কবি গোলাম রহমান চৌধুরী, কবি বশিরুল, কবি ডাঃ মহসিনুজ্জামান,কবি সিদ্দিকুর রহমান,গল্পকার পিন্টু রহমান,কবি ওমর আলী। উক্ত অনুষ্ঠানে সাহিত্য পরিষদের সভাপতি কথাসাহিত্যিক ওমর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও সাহিত্য পরিষদের সাবেক সভাপতি খন্দকার শাহ আলম মন্টু,। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বগত বক্তব্য রাখেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সহ-সভাপতি সহকারি অধ্যাপক কবি আসিফ জাহান।সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক বিশিষ্ট নাট্যকার হামিদুল আজমের উপস্থপনায় বক্তব্য রাখেন, গাঙচিল সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক কবি হাবিবুর রহমান মজুমদার,এম এস জোহা কলেজের সহকারি অধ্যাপক মিজানুর রহমান,বিশিষ্ট সাহিত্যিক হারদী মীর ছামছুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার রশিদ সাগর,গল্পকার পিন্টু রহমান,আপনজন মডেল স্কুলের পরিচালক রেজাউল হক লাভলু,কবি সিদ্দিকুর রহমান,আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরি,মাধবপুর মডেল স্কুলের সহকারি শিক্ষক টিক্কা খান।কবিতা আবৃতি করেন,কবি জোয়াদ আলী মন্ডল,কবি বশিরুল আলম,কবি রাশেদ কিরন,কবি কহন কুদ্দুস,কবি ও গীতিকার মিজানুর রহমান,কবি অহর আলী,মীর ফাহিম ফয়সাল,মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক গোষ্টির সাধারন সম্পাদক আতিক বিশ্বাস। প্রধান অতিথি বলেন, পারিবারিক সুত্রে জানা গেছে তার নাম,আশরাফ জাহান । ডাক নাম আবেদ । আবার কেউ কেউ আবেদ জাহান নামে ও ডেকে থাকে।এসএসসি সনদ অনুযায়ী ১৯৭৬ সালের ১৫ই ফেব্রুয়ারিতে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের মাজু গ্রামে পিতৃলালয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তাঁর জন্ম।৩ ভাইয়ের মধ্যে দ্বিতিয় সন্তান।তার মা রতœা গর্ভা।দুই ছেলে স্কুলের প্রধান শিক্ষক,ছোট ছেলে মেহেরপুরের জেলা দায়রা জর্জ। মূলত মায়ের অনুপ্রেরণাতেই তাঁর পড়ালেখার হাতে খড়ি বলে জেনেছি।আবেদ জাহান তার জন্মদিন নিয়ে স্মৃতিময় কথা বলেন,সে বলেন আমি ছোট বেলায় লেখাপড়া করতে চেতাম না,আমার পিতা,মাতার অনুপ্রানে লেখাপড়ি শুরু। সেই থেকে গ্রামেরই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তি হন। পরবর্তীতে গ্রামের হাইস্কুলে লেখাপড়া। পড়ালেখার পাশাপাশি সখের বশে লেখালেখি করতে গিয়ে তাঁর একটি সুপরিচিত আসে। অন্যদিকে কবিতা ও গল্প লেখার প্রতি ও তার যথেষ্ট আগ্রহ এবং আন্তরিকতা রয়েছে। এছাড়াও নিজের গ্রাম মাধবপুরে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্টা করেছি।যেখানে আমি নিজেই প্রধান শিক্ষক হিসেবে দাযিত্ব পালন করছি। তিনি সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।অনুষ্টান শেষে গান আবৃতি শেষে দোয়া পরিচালনা করেন সহকারি অধ্যাপক আব্দুর রহিম।
Leave a Reply