দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে সাংবাদিকদের সাথে মুক্তি’র পরামর্শক মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় দৌলতপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে নারীর প্রতি সহিংসতা কমিয়ে নারী অধিকার প্রতিষ্ঠা করা প্রকল্প বাস্তবায়নে দৌলতপুরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে পরামর্শ মূলক সভার আয়োজন করা হয়। দৌলতপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম মামুন রেজার সভাপতিত্বে সভায় মুক্তি’র প্রকল্পের সমন্বয়কারী উম্মে সালমা প্রকল্পের সার্বিক কর্মসূচী ও অর্জন সমূহ তুলে ধরেন। সভায় প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. শরীফুল ইসলাম তার বক্তব্যে বলেন, মুক্তির কাজের ফলে প্রকল্পের কর্ম এলাকার মানুষ সচেতন হওয়ার কারনে আজ নারী এগিয়ে আসছে। নারীর সামাজিক মুভমেন্ট বেড়েছে, হট লাইনে প্রয়োজনে ফোন করছে। সাংবাদিক সাইদুর রহমান বলেন, মুক্তির বহু উপকারভোগী দারিদ্রতার বিভিষিকা থেকে বেরিয়ে এসে সফল উদ্যোক্তা এবং স্বাবলম্বী হয়েছে। সভায় সাংবাদিক মাহফুজুল আলম, রনি আহাম্মেদ, সাইদুল আনাম, তামিম আহমেদ সহ উপস্থিত অন্যান্য সাংবাদিক তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। প্রকল্পের কর্ম এলাকা সম্প্রসারন, তামাক চাষের কার্যক্রমে স্বাস্থ্য ঝুঁকি কমাতে সচেতনতা বৃদ্ধি, জনপ্রতিনিধিদের আরো বেশী সম্পৃক্ত করা সহ বিভিন্ন ধরণের পরামর্শ দেন তারা। সভাটি পরিচালনা করেন প্রকল্পের প্রকল্প অফিসার আব্দুর রাজ্জাক। সার্বিক সহযোগিতা করেন প্রকল্প সহায়ক শবনম মোস্তারি ও রোজি আরেফিন।
Leave a Reply