দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর কলেজে বসন্ত উৎসব উদ্যাপন করা হয়েছে। গতকাল বুধবার ১লা ফাল্গুন বসন্তের প্রথম দিনে নানা আয়োজনের মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়। কলেজ চত্বরের খোলা মঞ্চে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমন। এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুস সলাম। অনুষ্ঠানে দেশ বরেণ্য শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন। এছাড়াও অনুষ্ঠানে দৌলতপুর কলেজের শিক্ষার্থীরা নৃত্য ও আবৃত্তিতে অংশ নেয়। বাসন্তী সাজে সেজে আসা দৌলতপুর কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রানবন্ত ও উৎসবমুখর হয়ে উঠে দৌলতপুর কলেজ চত্বর।
Leave a Reply