মিরপুর প্রতিনিধি ॥ যেতে নাহী দেব হাই,তবুও যেতে দিতে হয়, – উচ্চ শিক্ষার আশায় প্রতিষ্ঠান থেকে ক্ষনিকের এ বিদায়, দেশের কাজে আতœ নিযোগ করতে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ছাতিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের ১২০ জন জেনারেল শাখা এসএসসি ও ভোকেশনাল পরীক্ষার্থীদের ১২০ ছাত্র-ছাত্রীদের বিদায় এবং ৬ ম (ষ্ঠ) শ্রেণীর শিক্ষার্থীদের বরন ও সাংস্কুতিক অনুষ্ঠান ১২ ফেব্রুয়ারী-২০২৪ সোমবার সকালে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। বিদায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়ার আলী, অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সুরুজ্জামান সুজন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ¦ আহাদ আলী, অনর্জন গাছি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা খাতুন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইকরামূল হকের পরিচালনায় বক্তব্য প্রদান করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও সাবেক মেম্বর নাসির উদ্দিন লাবু, প্রতিষ্ঠানের সাবেক ছাত্র অনিক আহমেদ। স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়ার আলী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য/সদস্যা ও শিক্ষক মহোদয়বৃন্দ। বিদায়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য প্রদান করেন মালিহা আননুর ও জুবায়ের ইবতিয়াক। নিয়মিত ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য প্রদান করেন জান্নাতুল ফেরদ্দৌস রিয়া ও রাকিবুল ইসলাম। এ সময় পরীক্ষার্থীদের উদ্দের্শ্যে বেশ কয়েকজন শিক্ষক উপদেশ মূলক বক্তব্য প্রদান করেন।
Leave a Reply