1. nannunews7@gmail.com : admin :
October 22, 2024, 11:26 am

খোকসায় ঐতিহ্যবাহী কালীপুজা মেলার নামে চলছে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর

  • প্রকাশিত সময় Monday, February 12, 2024
  • 68 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ কোন কিছু তোয়াক্কা না করে কুষ্টিয়ার খোকসায় ঐতিহ্যবাহী কালীপূজা ও মেলায় প্রকাশ্যে চলছে অশ্লীল নৃত্য জুয়ার আসর। শুক্রবার দিবাগত মধ্যে রাত থেকে শুরু হয়েছে মেলা । মেলা হলেও এখানে জুয়া ও  অশ্লীল নৃত্যের আসর বসেছে। গড়াই নদীর তীর ঘেঁষে মাঘের অমাবস্যা তীথিতে প্রায় ছয় শতাধিক বছর আগে এই মেলার প্রচল হয়েছিলো। সেই থেকে প্রতি বছর এইমেলা হচ্ছে। মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, পুতুল নাচের নামে যুবতী মেয়েদের দিয়ে অশ্লীল নৃত্যের নাচ ঘর চলছে।  খোলামেলা ভাবে বসেছে জুয়ার আসর। মেলার অসামাজিক কার্যকলাপ নিয়ে প্রশাসনের ভূমিকা রহস্যজনক। অতিরিক্ত সাউন্ড, জুয়া ও অশ্লীলতাসহ অসামাজিক নানা কর্মকান্ডে অতিষ্ট হয়ে উঠেছেন স্থানীয় সাধারণ মানুষ। কিন্তু আয়োজক কমিটির ভয়ে প্রকাশ্যে কেউ কিছু বলছেন না। প্রশাসনের অনুমতি না নিয়েই বহাল তবিয়তে চলছে সার্কাস। মেলায় হস্তশিল্প, ছোটদের বিভিন্ন ধরনের খেলনা, গৃহস্থালী সামগ্রীর দোকান থাকলেও মেলায় আগত হাজার হাজার যুবক ও মধ্যবয়সীরা টিকিট কেটে ঝুকছে পুতুল নাচের দিকে। মেলায় পুতুল নাচের প্যান্ডেলের নাম ছিলো, চোখের পলক জাদু প্রদর্শনী। এছাড়াও রাতের বেলা মেলার এক অংশ দখল করে ছিলো জুয়ার আসর। দুই দিন পরেই শুরু হবে এসএসসি পরীক্ষা। শর্ত জুড়ে দেওয়া অনুমতি লঙ্ঘন করে চলছে মেলার কার্যক্রম। এতে করে অন্তত উপজেলার ৫’শতাধিক এসএসসি পরীক্ষার্থী ক্ষতির মুখে পড়বে। ১০’ ফেব্রুয়ারী শনিবার রাতে সরেজমিনে মেলায় গিয়ে দেখা যায়, মেলার গেইটে পুলিশ। এর কয়েক গজ সামনে জুয়ার আসর চলছে। এর পাশেই চলছে অশ্লীল অঙ্গভঙ্গি ও নৃত্যের আসর। অভিযোগ আছে, নির্বিঘ্নে জুয়া পরিচালনা আর এই অশ্লীল নৃত্যর জন্য আয়োজক কমিটি বিভিন্ন মহলে মোটা অংকের টাকা দিচ্ছে। জুয়ার বোর্ডে প্রতি রাতে লক্ষ লক্ষ টাকা লেনদেন হচ্ছে। আয়োজক কমিটিসহ অন্যান্য খরচ মিটিয়েও মোটা অঙ্কের টাকা চলে যাচ্ছে জুয়া পরিচালনাকারীদের পকেটে। প্রকাশ্যে এমন জুয়া ও অশ্লীল নৃত্য চললেও খোকসা থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর যায়েদ অস্বীকার করে জানান, ভিডিও ফুটেজ থাকলে দিন । এসবের অনুমতি নেই, যদি এমন কিছু হয়ে থাকে খোকসা থানা পুলিশ অবশ্যই আইনগত ব্যবস্থা নিবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরুফা সুলতানা বলেন, বিষটি আমি শুনেছি, ইতিমধ্যেই মেলার আয়োজক কমিটির সাথে কথা বলে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে । দেখা যাক এখন কি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640