দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে প্রয়াত এক বীর মুক্তিযোদ্ধার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সংগবদ্ধ চোরেরা ওই বাড়ি থেকে নগদ অর্থ সহ অন্তত ৩ লক্ষ টাকার সম্পদ লুট করে নিয়েছে। উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও স্কুল শিক্ষক আতিয়ার রহমানের বাড়িতে দুঃসাহসিক চুরির এ ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানাগেছে, বাড়িতে কেউ না থাকায় শুক্রবার গভীর রাতে বৈরাগীরচর গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও স্কুল শিক্ষক আতিয়ার রহমানের বাড়িতে সংগবদ্ধ একটি চোরের দল প্রবেশ করে তালা ভেঙে বিভিন্ন কক্ষ থেকে নগদ ৬০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালংকার, ২০ হাজার টাকা মুল্যের একটি এলিডি টিভি সহ অন্তত ৩লক্ষ টাকার চুরি করে নিয়ে যায়।
চুরির ঘটনায় গতকাল শনিবার প্রয়াত স্কুল শিক্ষকের স্ত্রী সামসুন নাহার বাদী হয়ে দৌলতপুর থানায় অভিযোগ দিয়েছেন।
Leave a Reply