কাগজ প্রতিবেদক ॥ মাদক মামলায় যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী র্যাবের হাতে আটক হয়েছে। কুষ্টিয়া র্যাব-১২ কোম্পানী কমান্ডার মারুফ হোসেন গতকাল বুধভার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারী কুষ্টয়িা জলোর দৌলতপুর উপজেলার হাসপাতাল পাড়া এলাকায় ৯০ গ্রাম অবধৈ হরেোইনসহ পুলিশের হাতে গ্রেফতার হয় মোঃ আরফিুল ইসলাম ডাবলু। এ ঘটনায় মাদক নয়িন্ত্রণ আইনে একটি মামলা দায়রে করা হয়। উক্ত মামলার বচিারকি র্কাযক্রম শষেে ০৫ ডসিম্বের ২০২১ সালে কুষ্টয়িা অতরিক্তি জলো ও দায়রা জজ আদালত-১ এর বচিারক আসামকিে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০,০০০/- টাকা র্অথদ- অনাদায়ে আরও ০১ বছররে সশ্রম কারাদন্ড সাজা দয়িে রায় প্রদান করনে। আটক হওয়ার পর প্রায় ০৮ মাস জলে খটেে জামনিে মুক্তি পান মোঃ আরফিুল ইসলাম ডাবলু। এরপর থকেইে তনিি পলাতক ছলিনে। বুধবার দিবাগত রাতে ঢাকা আদাবর এলাকা থেকে র্যাব তাকে আটক করে কুষ্টিয়ায় নিয়ে আসে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এ সময় র্যাবের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন গণমাধ্যম কর্মিগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply