আলমডাঙ্গা ব্যুরো ॥ আলমডাঙ্গা উপজেলার গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় গরীব,দুখী ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩০ জানুয়ারী (মঙ্গলবার) বিকাল ৪ টার দিকে আলমডাঙ্গা উপজেলা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের অস্থায়ী কার্যালয় ডাউকি ইউনিয়নের বাদেমাজু গ্রামে উক্ত কম্বল বিতরণ করা হয়েছে। আলমডাঙ্গা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি,সাহিত্যিক,গবেষক ও কবি এম জামিরুল ইসলাম খান জামিল এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস এর সহযোগীতায় ও বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক এর অনুমতিক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন আলমডাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্য সহকারী আকরাম আলী। কবি গোলাম রহমান চৌধুরীর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আমিনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, সিরাজুল ইসলাম, সোহরাব হোসেন, সখের বানু,চায়না,কানু,মওলা বক্স,আসমানী,সামেলা,আমেনা শাহিনুর প্রমুখ।
Leave a Reply