ওলি ইসলাম ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় সরকারি জমিতে মাটি কাটায় অন্তর নামের(১৯) একজনকে জেল হাজতে প্রেরণ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বিকেলে ভেড়ামারা উপজেলার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (ইঊতঅ) সরকারি জমি হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তাকে মোবাইল কোর্টে অর্থদন্ড ও অনাদায়ে কারাদণ্ড প্রদান করে কারা হেফাজতে প্রেরণ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা উপজেলার গোলাপনগরে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল (বেজা) এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। সরজমিনে গিয়ে অন্তরকে আটক করে সরকারি জমিতে মাটি কাটার দায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।
অন্তর গোলাপনগরের মমিনের ছেলে। ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার সময় হাতেনাতে একজনকে আটক করি এবং সাথে সাথে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করি। এ ধরনের অভিযান আমরা অব্যাহত রেখেছি। যেখানেই অবৈধভাবে মাটি কাটা দেখবেন আমাদেরকে খবর দিলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবো।
Leave a Reply