ভেড়াামারা প্রতিনিধি ॥ মাঘ মাসের শেষের দিকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় অবস্থিত অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণে অত্র স্কুলের ছেলেমেয়েদের অভিভাবকদের আয়োজনে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। এই পিঠা উৎসবে যোগ দেয় বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ। শীতের পিঠা বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী খাবার। যান্ত্রিকতা আর ব্যস্ততার ভিড়ে দিন দিন হারিয়ে যেতে বসা এসব ঐতিহ্যবাহী খাবার নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ভেড়ামারায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী পিঠা উৎসব। এই পিঠা উৎসবে বিভিন্ন স্টলে প্রায় ৫০ রকম পিঠা পাওয়া যায়। বেলা ২ টার দিকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক জুয়েল বলেন, আমরা শীতের বেলায় ছোটবেলায় দাদার বাড়ি, নানার বাড়ি গিয়ে পিঠা খেয়ে আসতাম। এখন চাকরির কাজে ব্যবসার কাজে পড়াশুনার কারণে যেতে পারি না। এই স্কুলের বাচ্চারা পিঠার স্বাদ পিঠা-পুলি চেনানোর জন্য আমাদের এই আয়োজন। জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি এবং কিন্ডারগার্টেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল বলেন, আমি এই পিঠা উৎসবে আসতে পেরে খুবই আনন্দিত হয়েছি। আমার কাছে মনে হচ্ছে আমি কৈশোরে ফিরে গিয়েছি। আমার খুব ভালো লাগছে এটা ভেবে যে, আমার এবং আমাদের সন্তানেরা পিঠার স্বাদ পাচ্ছে আর নতুন নতুন পিঠার সাথে পরিচিত হচ্ছে। এই পিঠা উৎসব আয়োজকদের আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই।
Leave a Reply