ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারার কৃতি সন্তান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক সচিব রশিদুল আলমের উদ্যোগে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ গ্রামে দুঃস্থ ও শীতার্ত জনগণের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার ২৮ জানুয়ারি রশিদুল আলমের সহধর্মিণী বীর মুক্তিযোদ্ধা হাবিবুন নেছা এবং ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু সাহেবের পৃষ্ঠপোষকতায় এবং রহিমা আফছার যুব কল্যাণ ও ক্রীড়া সংস্থার সক্রিয় অংশগ্রহণে কম্বল বিতরণ কাজ সম্পন্ন হয়। এতে বিনামূল্যে শীতার্তদের মাঝে প্রায় ৫ শতাধিক কম্বল বিতরণ করা হয়। এসময় রহিমা আফছার যুব কল্যাণ ও ক্রীড়া সংস্থার সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মশিউর রহমান তুতা, বাহিরচর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফিরোজ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য রতন প্রামানিক, রহিম আফছার যুব কল্যাণ ও ক্রীড়া সংস্থার দপ্তর সম্পাদক আশরাফুল হোসেন খান বাচ্চু প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply