মোঃ বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গা সাহিত্যাঙ্গনের অন্যতম অভিভাবক জ্যেষ্ঠ সাহিত্যিক, আলমডাঙ্গা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সম্পাদক আ,ফ,ম সিরাজ সামজির প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। গতকাল আলমডাঙ্গা ফরিদপুর গ্রামে তার নিজ প্রতিষ্ঠান দারুল কুরান নুরানী হাফেজিয়া কওমী মাদ্রাসা কক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে।আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাষ্টার। বক্তব্য রাখেন সাহিত্য পরিষদের সহ-সভাপতি সহকারি অধ্যাপক আসিফ হাছান,সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক খ,হামিদুল ইসলাম আজম, গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি জামিরুল ইসলাম,সম্পাদক কবি হাবিবুর রহমান মজুমদার। সাহিত্য পরিষদের সাংগাঠনিক সম্পাদক কবি গোলাম রহমান চৌধুরির উপস্থাপনায় বক্তব্য রাখেন মাওঃ আতিকুর রহমান, মাওঃ মনিরুজ্জামান, মাওঃ শাহাবুদ্দিন সাবু, সহকারি অধ্যাপক আব্দুর রহিম, সিদ্দিকুর রহমান, কবি অহর আলী, নাহিদ হাসান, টিমুনি রহমান, অন্তর হাসান, সহ মুসুল্লিগন।বক্তাগন বলেন, কবি আ,ফ,ম সিরাজ সামজি একজন অভিজ্ঞ আপাদ মস্তক কবি ছিলেন, যিনি সবসময় দেশপ্রেমের কথা বলেছেন, মানুষের অধিকার পূরণ ও ন্যায্যতা নিশ্চিতের কথা বলেছেন, নিজ সম্প্রদায়ের মানুষের উন্নয়ন ও অগ্রগমনের কথা বলেছেন, কিন্তু সাম্প্রদায়িকতার চর্চা করেননি কখনো। কবি আ,ফ,ম সিরাজ সামজী ছিলেন একজন বহুমাত্রিক মানুষ। এক জীবনকে তিনি আগুনের পরশমনিসম করে তুলেছিলেন নানা কর্ম ও অবদানে। যে জীবন তিনি যাপন করে গেছেন, সময়ের নিরীখে তা যেমন ইতিহাসের গুরুত্বপূর্ণ এক অধ্যায়, তেমন কর্মাভিজ্ঞতাও ইতিবাচক, মানুষ মাত্রই সকলের কাছে অমূল্য এক সম্পদ। বাংলা ভাষার স্যাটায়ার লিটারেচার বা ব্যঙ্গ সাহিত্যকে উচ্চকিত করেছেন ঈর্ষণীয় এক স্থানে। ব্যক্তি-সমাজ ও প্রতিষ্ঠানকে দেখার ক্ষেত্রে ছিলেন আক্ষরিক অর্থেই বিরল প্রতিভার অধিকারী। এবং এসবের স্বরূপ নির্ণয় ও বিশ্লেষণে ছিলেন ক্ষুরধার, আপোষহীন ও নির্মোহ এক সৃজনশিল্পী। তিনি ফরিদপুর গ্রামে একটি মাদ্রাস,মসজিদ,স্কুল প্রতিষ্ঠা সহ বিশ্বজগৎ বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা ছিলেন। উল্লেখ্য গত ২০২৩ সালের আজকের এই দিনে তিনি আমাদের সকলের মায়া ত্যাগ করে ইহজগৎ ছেড়ে চলে যান।
Leave a Reply