মোঃ বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ আলমডাঙ্গা উপজেলার ডাউকি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়াজেদ আলী ও মোছাঃ হামিদা আকতার দম্পতির সংসারে ১৯৮১ সালের ১০ জুলাই তারিখে জন্ম নেন মোঃ আব্দুূর রশীদ। ১৯৯৬ সালে এসএসসি এবং ১৯৯৮ সালে আলমডাঙ্গা সরকারি কলেজ থেকে এইচএসসি, ২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বি.এ অনার্স ও একই বিষয়ে মাষ্টার্স ডিগ্রি লাভ করেন। ২০১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ” শওকত ওসমানের ছোটগল্পে সমকাল, জীবনবৈচিত্র এবং শিল্পরূপ” শীর্ষক গবেষণা কর্মের জন্য তিনি পিএইচ.ডি (ডক্টর অফ ফিলোসফি) ডিগ্রি লাভ করেন। ২৫ তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সরকারি চাকুরিতে প্রবেশ। বর্তমানে সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সরকারি আদর্শ মহিলা কলেজ, চুয়াডাঙ্গা। শিক্ষক হিসেবে চুয়াডাঙ্গা জেলায় কলেজ পর্যায়ে ছয়বারের শ্রেষ্ঠ শিক্ষক, খুলনা বিভাগীয় পর্যায়ে দুইবারের শ্রেষ্ঠ শিক্ষক, জাতীয় পর্যায়ে একাধিক প্রশিক্ষণে দেশসেরা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। এ যাবত তিনি থাইল্যান্ড ও দক্ষিণ কোরিয়া সহ দেশে-বিদেশে ১৭২ টিরও বেশি প্রশিক্ষণ গ্রহন করেছেন। ডক্টর রশীদ মূলতঃ গবেষক, প্রাবন্ধিক, ছোট গল্পকার এবং কবি। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পাঠদানে সমস্যা চিহ্নিতকরণ, সমস্যাসমূহের সমাধান, আধুনিক তথ্য- প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাঠদানকে আকর্ষণীয় ও আনন্দময় করে শিক্ষার্থীদের উজ্জীবিত করে তোলা তাঁর মূল লক্ষ্য। তাছাড়া বাংলা কথা সাহিত্য, সমকালীন বিষয় নিয়ে ছোটগল্প ও কবিতা রচনা তাঁর আগ্রহের বিষয় এবং লেখক, ছোট গল্পকার, কবি গবেষক, প্রাবন্ধিক ও বিতার্কিক হিসেবে স্বতন্ত্র একটি অবস্থান তৈরি করেছেন। জাতীয় এবং আন্তর্জাতিক জার্নাল, লিটল ম্যাগাজিন, সাহিত্য পত্রিকায় এ পর্যন্ত প্রকাশিত প্রবন্ধের সংখ্যা ৭২ টি ও প্রকাশিত মৌলিক গ্রন্থ ৮টি। নীরবে নিভৃতে কাজ করা যার জীবনের অন্যতম ব্রত এলাকার সেই কৃতি সন্তান ডক্টর মোঃ আব্দুর রশীদের উত্তরোত্তর সফলতা ও দীর্ঘায়ু কামনা করি।
Leave a Reply