1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 11:08 pm
শিরোনাম :
কুষ্টিয়ার নতুন ডিসি ইকবাল হোসেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হবিগঞ্জে কুষ্টিয়ার পদ্মার চরে তিন জেলার যৌথ বাহিনীর সাঁড়াশী অভিযান দৌলতপুরে ক্লিনিক মালিক সমিতির উদ্যোগে অপারেশনমূল্য নির্ধারণ মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলমডাঙ্গায় ছাত্রদলের আলোচনা সভা কিশোরকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল ছিনতাই, থানায় অভিযোগ মেছো বিড়াল সংরক্ষণে জীবননগরে ‘ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ’-এর জনসচেতনতা মূলক প্রচারণা কুষ্টিয়ায় চলতি বছরে সাপের কামড়ে ৮ জনের মৃত্ব্য সিরিজে লিড নিল নিউজিল্যান্ড নভেম্বরের ৮ দিনে রেমিট্যান্স এলো ৯১৯৮ হাজার কোটি টাকা মির্জা ফখরুল দেশের সব সংকট নাটক, মানুষ আসলে ভোট দিতে চায়

চিকন চালের চাহিদা মেটাবে ব্রি-৯৮ ধান

  • প্রকাশিত সময় Saturday, January 20, 2024
  • 75 বার পড়া হয়েছে

মোঃ বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ ফলন বেশি হওয়ায় বাড়ছে নতুন জাতের ধান ব্রি-৯৮ এর চাষ। খরচ কম, ফলন ভালো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। ধান সরু, চিকন ও চাল সাদা। বিঘা প্রতি ফলন ২০ থেকে ২২ মন। ব্রি-৯৮ ধান স্থানীয় খাটো বাবু ও ব্রি ধান ৪৮ এর বিকল্প হিসেবে আবাদ হবে, তবে সেচ সংকটের মাশুল দিতে হচ্ছে বলে দাবি করেন চাষিরা।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, এ মৌসুমে আউশ ধানের আবাদ হয়েছে ৪৩ হাজার ১৭ হেক্টর জমিতে। এর মধ্যে সদর উপজেলায় ১৬ হাজার ৫৫০ হেক্টর,আলমডাঙ্গায় ৮ হাজার ৭৬৭ হেক্টর, দামুড়হুদা উপজেলায় ১০ হাজার ৬০০ হেক্টর ও জীবননগর উপজেলায় ৮ হাজার হেক্টর জমিতে আউশ ধানের আবাদ হয়েছে। গত ৮ বছরের ব্যবধানে আউশের আবাদ বেড়েছে প্রায় দ্বিগুনের ও বেশি। ২০১৪-১৫ মৌসুমে আউশ ধানের আবাদ হয়েছিল ২১ হাজার ৩২৫ হেক্টর। চলতি মৌসুমে আবাদ হয়েছে ৪৩ হাজার ১৭ হেক্টর জমিতে। আউশ মৌসুমে নতুন ব্রি-৯৮ ধান সরু, চিকন ও চাল সাদা হওয়ায় ধীরে ধীরে কৃষকদের মধ্যে জনপ্রিয়তা পাচ্ছে। গত বছরই প্রথম ১০ হেক্টর জমিতে এই ধানের আবাদ হয়েছিলো। চলতি মৌসুমেতা বৃদ্ধি পেয়ে ১ হাজার ৪৮৮ হেক্টর জমিতে আবাদ হয়েছে। কেবল আবাদ নয়, ব্রি-৯৮ ধানের গড় ফলনেও চুয়াডাঙ্গা জেলা সারাদেশে সেরাদের তালিকায় রয়েছে। গত বছর চুয়াডাঙ্গা জেলায় ব্রি-৯৮ ধানের গড় ফলন ছিলো হেক্টর প্রতি ৬.৭ টন ও চাল ৩.২ টন। চলতি মৌসুমে হিসেব করে দেখা গিয়েছে মাটি ভেদে হেক্টর প্রতি ৫.৫ টন থেকে ৬.৭ এবং চাল ৩.২ টন থেকে৩.৯৬ টন ।

চুয়াডাঙ্গা সদর উপজেলার খেজুরতলা গ্রামের কৃষক আশাদুল হক জানান, আলমডাঙ্গা আইলহাঁস ব্লকের সহকারী কৃষি কর্মকর্তা আল হেলাল নান্নু এক প্যাকেট ব্রি-৯৮ ধানের বীজ এনে দিয়েছিলেন। আমি ১৬ দশমিক ৫ শতক জমিতে আবাদ করেছিলাম। ঐ জমি থেকে ১১ মন ধান পেয়েছি। এই ধান সরু, চিকন ও চাল সাদা হওয়ায় খাওয়ার জন্য রেখে দিয়েছি।

একই উপজেলার দৌলতদিয়াড় গ্রামের কৃষক আব্দুল মজিদ জানান, আমি দুই বিঘা ব্রি-৯৮ ধানের আবাদ করেছিলাম। আমি ৪০ মন ধান পেয়েছি । তিনি জানান, অন্য জাতের ধানের চেয়ে প্রায় ১৮০ টাকা বেশি দরে ১ হাজার ১৮০ মন দরে বিক্রি করেছি।

দামুড়হুদা কার্পাসডাঙ্গা মিশনপাড়ার ইটভাটার ম্যানেজার লিটন মন্ডল জানান, প্রথমবারের মত ভাটায় ১২ বিঘা জমিতে আবাদ করেছেন ব্রি ধান-৯৮ জাতটি। প্রচলিত সব জাতের তুলনায় ফলন বেশি ও আকার আকৃতিতে চিকন, বাজারে দাম ১৫০-১৮০ টাকা বেশি।

একই উপজেলার নতিপোতা গ্রামের কৃষক আনোয়ারুল ইসলাম জানান, উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এই মাঠে প্রায় ৩০০ বিঘা জমিতে নতুন ধান ব্রি-৯৮ জাতের আবাদ হয়েছে। তিনিও ৪ বিঘা জমিতে এই জাতের আবাদ করেছেন। আজ কর্তন করা হলো। তিনি জানান, ২২থেকে ২০ মন ফলন হবে। উপজেলা কৃষি অফিসের নির্দেশনায় সম্পূর্ণ ধান বীজ হিসেবে ব্যবহৃত হবে।

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের কৃষক সিরাজুল ইসলাম জানান, আমি উপজেলার কৃষি অফিসের মাধ্যমে ব্রি-৯৮ ধানের বীজ এনে ৬ বিঘা জমিতে আবাদ করেছিলাম। তিনি বলেন, প্রায় ২০ মন হারে ফলন হয়েছে। কিছু ধান ১ হাজার ১০০ টাকা মন দরে বিক্রি করেছি। পূর্বে ধানের দাম বেশি ছিলো, বর্তমানে ধানের দাম কমে গিয়েছে।

চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জালাল উদ্দীন জানান, দামুড়হুদা উপজেলায় চলতি মৌসুমে ৮৯১ হেক্টর জমিতে ব্রি-৯৮ ধানের আবাদ হয়েছে। এই ধানের জীবনকাল ১১০ দিন থেকে ১১২ ধান। আমাদের জেলায় স্থানীয় খাটো বাবু ও ৪৮ জাতের ধানের আবাদ বেশি হয়। এই বছরই প্রথম ব্রি-৯৮ ধানের আবাদ হয়েছে। বিভিন্ন গ্রামে টপ কার্টিং করে দেখা যাচ্ছে যে, এই ধান হেক্টর প্রতি ৬.৭ টন উৎপাদন হচ্ছে যা বিঘা প্রতি গড়ে ২০ থেকে ২২ মন।

একই উপজেলার কার্পাসডাঙ্গা ব্লকের সহকারী কৃষি কর্মকর্তা মামুন অর রশিদ বলেন, রোপা আউশে ব্রি-৯৮ ধান আমরা আশা করছি স্থানীয় খাটো বাবু ও ব্রি ধান ৪৮ এর বিকল্প হিসেবে আবাদ হবে। এরই মধ্যে কৃষকদের মধ্যে ভালো আগ্রহ বেড়েছে। যে কৃষকই এই ধান দেখছেন তিনিই আগামীতে এই ধান আবাদ করার আগ্রহ প্রকাশ করছেন। আমরা তাদেরকে বলছি নিজের জমি থেকে এই ধানের বীজ সংগ্রহ করা যায় । যারা আশে পাশে আবাদ করছেন তাদের নিকট থেকেও বীজ সংগ্রহ করার জন্য। যেহেতু এটি চিকন ধান । চিকন ধানের ভাত সবাই পছন্দ করে। সেই হিসেবে ২৮ ধানের বিকল্প হিসেবে ব্রি-৯৮ ধানের আবাদ করতে পারেন।

উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার জানান, ব্রি-৯৮ জাতের ধান উদ্বাবনকরার পর স্থানীয় কৃষকদের উৎসাহ দেয়া হয়। চলতি মৌসুমেই উপজেলায় প্রথম আবাদ শুরু হয়েছে। কৃষকরা ৮৯১ হেক্টর জমিতে ব্রি-৯৮ জাকের ধান আবাদ করে ভালো ফলন পেয়েছেন। এই ধানে ওসেচ ও সার কম লাগে। এই জাতের ধানে পোকামাকড়ের আক্রৃ

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640