1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 10:40 pm
শিরোনাম :
কুষ্টিয়ার নতুন ডিসি ইকবাল হোসেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হবিগঞ্জে কুষ্টিয়ার পদ্মার চরে তিন জেলার যৌথ বাহিনীর সাঁড়াশী অভিযান দৌলতপুরে ক্লিনিক মালিক সমিতির উদ্যোগে অপারেশনমূল্য নির্ধারণ মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলমডাঙ্গায় ছাত্রদলের আলোচনা সভা কিশোরকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল ছিনতাই, থানায় অভিযোগ মেছো বিড়াল সংরক্ষণে জীবননগরে ‘ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ’-এর জনসচেতনতা মূলক প্রচারণা কুষ্টিয়ায় চলতি বছরে সাপের কামড়ে ৮ জনের মৃত্ব্য সিরিজে লিড নিল নিউজিল্যান্ড নভেম্বরের ৮ দিনে রেমিট্যান্স এলো ৯১৯৮ হাজার কোটি টাকা মির্জা ফখরুল দেশের সব সংকট নাটক, মানুষ আসলে ভোট দিতে চায়

আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামীলীগ সহ সংগঠনের নেতৃবৃন্দর পক্ষ থেকে এমপি ছেলুনকে  ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশিত সময় Thursday, January 18, 2024
  • 161 বার পড়া হয়েছে

মোঃ বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার ছেলুন আলমডাঙ্গা দলীয় কার্যালয়ে আসলে উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতাকর্মিরা তাকে  ফুলেল শুভেচ্ছায় শিক্ত করেন।গতকাল রবিবার বেলা ১১ টার দলীয় কার্যালয়ে ফুলেল শুভেচ্ছার পর তিনি নেতাকর্মিদের সাথে সৌজন্য মতবিনিময় সভায় মিলিত হয়।এসময়  জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন বলেন আপনারা যারা উপস্থিত আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি,আপনারা আপনাদের পরিশ্রমের ফল পেয়েছেন।রাব্বুল আলামিন আমার দিকে তাকিয়েছেন,দলের পক্ষ থেকে সর্বস্তরের নেতাকর্মি,আওয়ামীলীগ,ছাত্রলীগ,যুবলীগ,কৃষকলীগ, শ্রমিকলীগ,মহিলালীগ,ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ যারা নৌকার পক্ষে কাজ করেছেন,তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।আমাদের কিছু কাজ এখনও বাকি আছে,স্কুল কলেজের অনেক কাজ বাকি আছে,কিছু রাস্তাঘাটের কাজও বাকি আছে,সেই সব অসম্পুর্ন কাজ সম্মন্ন করতে হবে।তিনি বলেন শান্ত চুয়াডাঙ্গা কে একসময় অশান্ত করে তুলেছিল,অস্ত্রের ঝনঝনানি ছিল,আমাদের আমলে ১৫ বছরে সেই চুয়াডাঙ্গাকে, শান্তিপুর্ন পরিবেশে গড়ে তুলেছি।আমরা শান্তিপুর্ন পরিবেশে বসবাস করতে চাই।ভোটকে কেন্দ্র করে কিছু সহিংস ঘটনা ঘটেছে,আপনারা শান্ত থাকবেন,আমরা নতুন করে কেন সহিংস ঘটনা ঘটাব না,তবে যদি কেহ পায়ে পায়ে ল্যাং মেরে ঝগড়া বাধাতে চাই তাহলে তাদেরকে ছাড় দেওয়া হবে না।আমাদেরকে সবসময় শান্ত থাকতে হবে,বিনা কারনে কেউ ঝগড়া বিবাদে জড়াবেন না।আমরা সবাই শান্ত থাকব,শান্ত থাকলে আমাদের সকলেই ভাল বলবে।সকলকে স্বীকার করতে গত ১৫ বছরে চুয়াডাঙ্গায় কোন চান্দাবাজী নেই,আলমডাঙ্গা,চুয়াডাঙ্গা,দামুড়হুদার কোন ব্যাবসায়ি বলতে পারবে না চকন্দাবাজী হয়েছে।আমরা কিন্ত এইদিকটা কঠোর ভাবে দেখেছি,আমরা এও দেখেছি বিএনপি,জামাতের আমলে কাপড়ের দোকানদের কাছ থেকে কাপড় চোপড় নিয়ে বাড়ীতে দেখানোর নাম করে নিয়ে আর ফিরিয়ে দেয়নি। তিনি বলেন গত ১৫ বছরে আমরা শান্তিপুর্ন ভাবে বসবাস করেছি,আগামী ৫ বছর সেভাবে বসবাস করব। এই নির্বাচনে গরীব মানুষেরা আপনাদের কথা রেখেছে,আপনাদের তাদের প্রতি সদয় আচরণ করতে হবে।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার।তিনি আরো বলেন আওয়ামীলীগ একটা ঐতিহ্যবাহী সংগঠন।এবারের নির্বাচনে আপনারা প্রমান করেছেন তৃনমুল সংগঠনের নেতাকর্মিরা কখনও ভুল করে না।আজ বিএনপি যদি নির্বাচনে আসতো আমরা সহজে চিনতে পারতাম অমুক লোক বিএনপি করে,কিন্ত নিজ দলের মধ্যেকার লোক যখন অন্যপক্ষাবলম্বন করে তখন বোঝা যায়না সে কোথায় ভোট দেবে।তাই এই নির্বাচনটি ছিল একটা কঠিন নির্বাচন আর সেই নির্বাচনে আপনারা জয়ি হয়েছেন।কর্মিদের উদ্দেশ্যে এমপি ছেলুন বলেন, কোন প্রতিহিংসা নয়,কারো সাথে গন্ডগোলে জড়াবেন না,যদি কেউ গায়ে পড়ে আপনাদের পায়ে পা বাধিয়ে গোলমাল করতে আসে আপনারা ওসিকে জানাবেন,তাও যদি না হয়,তখন তার বিরুদ্ধে আইনগত সকল রকমের ব্যাবস্থা নেওয়া হবে,আপনারা আইন হাতে তুলে নেবেন না।ধর্য ধরে সকল নেতকর্মিরা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ম্মার্ট বাংলাদেশ গড়ার কাজে আত্মনিযোগ করেন।আমি চিরদিন থাকব না,কিন্ত সংগঠন থাকবে,যারা সংগঠনের সাথে বেইমানি করবে তাদের চিহ্নিত করে রাখেন।ভবিশ্যতে কাজে আসবে।উপজেলা আওয়ামীলীগের সম্পাদক ইয়াকুব আলীর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন।

এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা,পৌর সভাপতি দেলোয়ার হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা,হাজী ঠান্ডু রহমান,সাবেক পৌর আওয়ামীলীগের সম্পাদক সিরাজুল ইসলাম,,ইউপি চেয়ারম্যান এজাজা ইমতিয়াজ বিপুল,মখলেছুর রহমান শিলন,মোজাহিদুর রহমান লোটাস,মাহমুদুল হাসান চঞ্চল,আসাদুল হক মিকা,আবু সাইদ পিন্টু,তাফসির আহমেদ লাল, হাসানুজ্জামান হান্নান,আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা,সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার,পৌর সভাপতি দেলোয়ার হোসেন,যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু,জেলা আওয়ামীলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম,সাবেক সহ-সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা,শাহ আলম মন্টু,হামিদুল ইসলাম, প্রশান্ত কুমার বিশ্বাস, মোঃ বশিরুল আলম, জেলা সদস্য সিরাজুল ইসলাম,শাহ আলম,কাজী খালেদুর রহমান অরুন। যুবলীগের আহবায়ক সোনাহার মন্ডল,পাপন,ছাত্র নেতা আশরাফুল ইসলাম,নাহিদ হাসান তমাল,বাদশা,সাকিব ,অটল, জেলা মৎসজীবি লীগের সভাপতি শাহাবুল ইসলাম,,সহসভাপতি আলতাব হোসেন,ববিতা খাতুন, স্বপন,উপজেলা কৃষকলীগের সভাপতি এম আজিজুল হক,মহিলা আওয়ামীগের সভাপতি সাহিদা খাতুন সহ নেতৃবৃন্দ,।এছাড়াও আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড,জে,এম আব্দুর রকিবের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানান।এসময় উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক সাইদুর রহমান লিটন,মহিতুর রহমান,সিরিয়র প্রভাসক ড,মাহবুবুর রহমান,তাপস রসিদ,ওসি শেখ গনি মিয়া,ওসি তদন্ত একরাম হুসাইন,টোটন জোয়ার্দার,সহকারি অধ্যাপক,আব্দুল মেনায়েম,শেখ শফিউজ্জামান, আবু সাঈদ হিরণ, সাইদুর রহমান লিটন,মহিতুর রহমান,ইকবাল হাসান,,সিনিয়র প্রভাসক আনোয়ারুজ্জামান,মাকুদুর রহমান,জিয়াউর রহমান,আদিল হোসেন,তাসলিমা খাতুন,রাহাত আরা,জেসমিন আরা খানম,শরিয়ত উল্লাহ,মনিরুজ্জামান,রাশেদুল মমিন,ড,মহাবুব আলম,রফিকুল ইসলাম,মঞ্জুরুল ইসলাম,তাপস রশিদ,রেজাউল করিম,আব্দুল হাই,হাবিবুর রহমান,আব্দুস সেলিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640