এনএনবি : বাংলাদেশের অর্থনীতিতে সংস্কার ‘জরুরি’ বলে মনে করছে বিশ্ব ব্যাংক; সেজন্য প্রয়োজনীয় সহাতার আশ্বাসও দিয়েছে আন্তর্জাতিক আর্থিক সংস্থাটি।
বৃহস্পতিবার সচিবালয়ে নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুলায়ে সেক সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন।
নতুন অর্থমন্ত্রীর সঙ্গে ‘ভালো বৈঠক’ হয়েছে মন্তব্য করে তিনি বলেন, “আমরা বাংলাদেশকে সহায়তার বিষয়টি পুনর্ব্যক্ত করেছি। এই সহায়তা এখনও অনেক বড় পরিসরে ও জোরালোভাবে আছে। এ সহায়তাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে আমরা কথা বলেছি।
“অর্থায়নের পাশাপাশি আর্থিক সংস্কারের ক্ষেত্রেও সহায়তার বিষয়ে আমরা আলাপ করেছি। এখানে সংস্কারগুলো খুবই গুরুত্বপূর্ণ। মুদ্রার বিনিময় নীতি, ফিসকাল পলিসি, প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের সেফটি নেট ও রাজস্ব নীতি এবং ব্যাংকিং খাতের সংস্কার বিষয়ে আমরা কথা বলেছি।”
বাংলাদেশে নতুন কোনো বিনিয়োগ নিয়ে আলাপ হয়েছে কিনা জানতে চাইলে আব্দুল্লায়ে সেক বলেন, “বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ৫২ বিলিয়ন ডলারের বেশি অর্থায়ন করেছে বিশ্ব ব্যাংক। আমাদের প্রতিশ্রুতিতে আরও ১৬ বিলিয়ন অর্থায়নের আলোচনা আছে।”
দ্বাদশ সংসদ নির্বানের মাধ্যমে ফের আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠনের পর নতুন অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিশ্ব ব্যাংকের এই কর্মকর্তা।
বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, “পরিচিত হওয়াই ছিল সাক্ষাতের মূল উদ্দেশ্য। বাংলাদেশের সঙ্গে কাজ করার অনেক বেশি সদিচ্ছা তাদের রয়েছে। তারা বাংলাদেশকে বিভিন্নভাবে সহায়তা করতে চায়।
“আমাদের আর্থিক খাতের সংস্কার প্রয়োজন রয়েছে। তারাও এই সংস্কার প্রক্রিয়ায় সহায়তা করতে প্রস্তুত। এখন দেখা যাক কতটুকু কী করা যায়।”
Leave a Reply