মোঃ বশিরুল আলম ॥ গতকাল সোমবার মাঘের প্রথম দিনে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। হাড় কাঁপানো শীতে জবুথবু জেলার মানুষ। বিরাজ করছে মেঘলা আকাশ। আজ সূর্যের দেখা মেলেনি। দূর্ঘটনা এড়াতে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। এতে কষ্টে আছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। সময় মতো কাজে যেতে পারছেন না। তারপরও নিরুপায় হয়ে কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশা উপেক্ষা করে কর্মস্থলে ছুটছেন খেটে খাওয়া মানুষ। আলমডাঙ্গা নাগদাহার জোড়গাছা গ্রামের ভ্যানচালক শহিদুল ইসলাম জানান, শীতের কারনে ভ্যান চালানো যাচ্ছে না। খেটে খাওয়া মানুষ আমরা। প্রতিদিন কাজ না করলে সংসার চলে না। ঠাঁয় দেখা দিয়েছে শীতজনিত নানান রোগ। হাসপাতাল গুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। কুয়াশার কারনে ক্ষেতের ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। বিশেষ করে ধানের বীজতলার ক্ষতির সাংখ্যা বাড়ছে কৃষকদের। এ কারনে ভালো চারার সংকট দেখা দিতে পারে। সোমবার ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৯ ডিগ্রি সেলসিয়াস।
Leave a Reply