আলমডাঙ্গা ব্যুরো ॥ আলমডাঙ্গা থানার নবাগত ওসির সাথে আলমডাঙ্গা প্রেসক্লাবের সদস্যদের সৌজন্য সাক্ষাত অনুষ্টিত হয়েছে।গতকাল বিকেল ৪ টার দিকে থানার নবাগত অফিসার ইনচার্জ শেখ গনি মিয়ার সাথে আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু ও সাধারন সম্পাদক হামিদুল ইসলাম আজমের নেতৃত্বে সৌজন্য সাক্ষাত অনুষ্টিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্নেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু,সাধারন সম্পাদক হামিদুল ইসলাম আজম, সিনিয়র সহ-সভাপতি জামসিদুল হক মুনি,সহ-সভাপতি মাওঃআবুল কাশেম,শেখ শফিউজ্জামান,আনোয়ার হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক রুনু খন্দকার,সিনিয়র সাংবাদিক প্রশান্ত বিশ্বাস,সাহাবুল ইসলাম,জামিরুল ইসলাম, আইসিটি সম্পাদক ফাহিম ফয়সাল,জাফর জুয়েল,গোলাম সরোয়ার সদু,আব্দুর রাজ্জাক,গোলাম রহমান চৌধুরি, রানা আহমেদ,লাল্টু রহমান, মহসিন আলী হোসেন প্রমুখ। এসময় নবাগত ওসি শেখ গনি মিয়া বলেন, আমি নতুন যোগদান করার পর পরই জাতীয় নির্বাচনের মত গুরু দায়িত্ব কাধে এসে পড়ে। আমি সঠিক ভাবে সেই গুরু দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছি। আমি ইতিপুর্বে জীবন নগরে ওসির দায়িত্ব পালন কালে সে সময়ও একটা জাতীয় নির্বাচন করেছিলাম,এবং সুষ্টভাবে সম্পন্ন করেছিলাম। আপনারা আলমডাঙ্গা প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দদের সার্বিক সহযোগীতা কামনা করছি।আপনারা যদি আমাকে সহায়তা করেন তাহলে আমিও আপনাদের সাথে নিয়ে আইন শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম হবো। মাদক, বাল্যবিয়ে সহ সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করতে চেষ্টা করব। কারণ আমার দায়িত্ব আলমডাঙ্গার সকল নাগরিক যাতে করে নিরাপত্তার সাথে থাকে সরকার আমাকে বা পুলিশ বিভাগকে সেই দায়িত্ব দিয়েছে। আমি পুলিশ সুপার মহোদয়ের পরামর্শে আপনাদের সার্বিক সহায়তা করার আশ্বাস দিচ্ছি। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন পৌর শহরের আইনশৃঙ্খলা রক্ষার্থে সিসি ক্যামেরা দিয়েছিলেন। এর মধ্যে যে গুলো স্বচল আছে সে গুলো তো চলবে,আর যে গুলো নষ্ট আছে সে গুলো সেরে আলমডাঙ্গা পৌর এলকার ব্যাবসায়ি সহ সকল নাগরিক বৃন্দ সিসি ক্যামেরার আওতায় আনতে হবে। মাদকের ব্যাপারে আমি কথা দিচ্ছি কঠোর হস্তে দমন করব, বাল্যবিয়ে বন্ধে আপনাদের সহায়তায় নির্মুল করার চেষ্টা করব, কিশোর গ্যাংএর উপর নজরদারি থাকবে এবং ইভটিজিং বন্ধে কার্যকর ভুমিকা রাখব। পরে, সাংবাদিক গণকে ধন্যবাদ জানান।
Leave a Reply