কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া ২শ ৫০ শর্য্যার হাসপাতালে করোনা ওয়ার্ডে মৃত্ব্যর মিছিল বাড়ছে। দিনে দিনে সণাক্তের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন, প্রতি রাতেই লিটার লিটার অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। এ সব কথা বিবেচনা করে আমেরিকান প্রবাসী জয় নেহাল ব্যক্তিগত ভাবে কিছু অক্সিজেন সিলিন্ডার বিনামুল্যে হাসপাতালে রোগীদের মাঝে বিতরণের উদ্যোগ গ্রহন করেন। গতকাল বিকেলে এন, এস রোড এস, এম ফার্মেসী বন্ধুর দোকানের সামনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়।
৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির সভাপতিত্বে সিলিন্ডার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা বলেন, এই মহুর্তে আমাদের যার যা কিছু আছে, যতটুকো সাধ্য আছে তাই নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে পড়ি। তিনি বলেন, কুষ্টিয়ার উন্নয়নের রুপকার, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি সার্বক্ষণিকভাবে কুষ্টিয়ার খোঁজ খবর রাখছেন। ইতিমধ্যে তিনি সড় সাইজের ২শ সিলিন্ডারের ব্যবস্থা করেছেন, আও অনেকে করছেন, করবেন। আমেরিকান প্রবাসী জয় নেহাল আজকে কুষ্টিয়া হাসপাতালে করোনা রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার দিলেন এটা আগামীতে ছদকায়ে জারিয়া হয়ে থাকবে। মহান আল্লাহপাক তাঁকে তার পরিবারকে ভালো রাখবেন এই কমানা করি। তিনি আরও বলেন, এ ভাবে আমাদের সকলকে এখন এগিয়ে আসতে হবে। সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। ঘর থেকে প্রয়োজন ছাড়া বের হওয়া যাবে না। মাক্স পরিধান পোশের মত করতে হবে। যেমন গায়ে জামা, পরনে প্যান্ট, লুঙ্গির মত তা হলেই মাক্স পরিধান অভ্যাসে পরিণত হবে। এ সময় উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ আফিল উদ্দিন, আরিফুর রহমান কিশোর, তিতাস রহমান, প্রেম চাঁদ অধিকারী আরাফাত, শহর ছাত্রলীগের আহবায়ক হাসিব কোরায়শী, জয়নাল আবেদিন, রাকিবুল ইসলাম টিটু, অরিজিৎ দাস, রক্তিম ঘোষ, তন্তু মজুমদার, আসিফ ইসলাম প্রমুখ।
অক্সিজেন সিলিন্ডার কুষ্টিয়া করোণা আক্রান্ত অসহায়-দুস্থ ব্যক্তিরা নিম্নলিখিত মোবাইল নম্বরে যোগাযোগের মাধ্যমে ০১৭১১-৫৮৮২৮৯, ০১৭১৮-৪০৬৫৩১, ও ০১৭৫৫-০৫৯৯০৬ তা সংগ্রহ করতে পারবেন।
Leave a Reply