আলমডাঙ্গা ব্যুরো ॥ দ্বাদশ সংসদ নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায়, চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুনকে, আলমডাঙ্গা উপজেলা, পৌর আওয়ামীলীগ,ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নব নির্বাচিত সংসদ সদস্য জননেতা বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা, সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, পৌর সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, হাজী ঠান্ডু রহমান, সাবেক পৌর আওয়ামীলীগের সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান, যুবলীগের আহবায়ক সোনাহার মন্ডল,পাপন,ছাত্র নেতা আশরাফুল ইসলাম,নাহিদ হাসান তমাল, বাদশা, সাকিব , অটল, জেলা মৎসজীবি লীগের সভাপতি শাহাবুল ইসলাম, সম্পাদক ইঞ্জিনিয়ার গোলাম কিবরিয়া, সহসভাপতি আলতাব হোসেন, ববিতা খাতুন, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মালেক, শিমুল, দপ্তর সম্পাদক সামিউল, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগাঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল হক স্বপন,মহিলা আওয়ামীগের সভাপতি সাহিদা খাতুন সহ নেতৃবৃন্দ। এছাড়াও আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড,জে,এম আব্দুর রকিবের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানান।এসময় উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক সাইদুর রহমান লিটন,মহিতুর রহমান,সিনিয়র প্রভাসক ড,মাহবুবুর রহমান,তাপস রসিদ প্রমুখ।অন্যদিকে আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক ও সাহিত্য পরিষদের সাংগাঠনিক সম্পাদক, বাউল সাধুগুরু ফাউন্ডেশনের সম্পাদক কবি গোলাম রহামান চৌধুরি ফুলেল শুভেচ্ছা জানান। উল্লেখ্য চুয়াডাঙ্গা জেলা াওয়ামীলীগের রাজনিতীতে একজন ছেলুন জোয়ার্দার, লক্ষ প্রাণের স্বপ্ন। তাকে বারবার সকল বাধা বিপত্তি উপেক্ষা করে চুয়াডাঙ্গা-১ আসনে নির্বাচন করতে হয়েছে। পর পর ৩ বার নির্বাচিত হওয়ার পর ২০২৪ সালের ৭ জানুয়ারীর নির্বাচনে নিজ দলের নেতা কর্মিদের অসহযোগীতার মুখে পড়লেও তার দক্ষ রাজনৈতিক পরিচালনায় ৪র্থ বারের মত প্রায় ২৪ হাজার ভোট বেশি পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।এবার দুইজন সিআইপির সাথে নির্বাচনে লড়তে হয়েছে। এবারও তার নৈতিকতার জয় হয়েছে। দলের বেশির ভাগ ত্যাগী নেতা কর্মি সমর্থকদের প্রানে ছেলুন জোয়ার্দার জায়গা করে নিয়েছেন। টানা চতুর্থ বার নির্বাচিত হওয়ায় দলীয় নেতা কর্মি ছাড়াও বিভিন্ন পেশাজিবীগন তাকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন।
Leave a Reply